More
    Homeখবরদীর্ঘক্ষণ বাদে Twitter একাউন্ট ফিরলেও বৃহত্তর ষড়যন্ত্রের তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

    দীর্ঘক্ষণ বাদে Twitter একাউন্ট ফিরলেও বৃহত্তর ষড়যন্ত্রের তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

    Today Kolkata:- Twitter হ্যাক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। যদিও বিষয়টিকে হাল্কা ভাবে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এ বার সেই নিয়েই স্পষ্ট মত প্রকাশ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের শীর্ষ নেতৃত্ব ঘটনাটিকে খুব একটা লঘু করে দেখছে না, বরং এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

    Yuga Labs তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক।

    Yuga Labs তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক।

    কুণাল (Kunal Ghosh) সাংবাদিক বৈঠকে মঙ্গলবার বলেছেন, ‘‘গোটা বিষয়টা কোনও সাধারণ ঘটনা নয়৷ এর পিছনে বড় চক্রান্ত থাকতে পারে৷ হতেও পারে আমাদের উপর নজরদারি করার জন্য এমন কোনও ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে৷ সেই কারণে হ্যাকের ঘটেছে৷ আমাদের দলের শীর্ষ নেতৃত্ব তাই এই গোটা ঘটনাকে লঘু করতে দেখতে নারাজ৷’’

    তৃণমূলের (Trinamool Congress) ভেরিফায়েড অ্যাকাউন্টটির নাম, ডিসপ্লে পিকচার হঠাৎই বদলে যায়৷ সেই অ্যাকাউন্ট খুললেই মঙ্গলবার থেকে দেখা যায়, সেটির নাম হয়ে গিয়েছে Yuga Labs , বদলে গিয়েছে ছবিটিও৷ কেন এমন হল ? কুণাল (Kunal Ghosh) বলেছেন, ‘‘ ইতিমধ্যে যাঁরা তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ তাঁদের যেমন সাহায্য নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে৷ সারাদিন ধরে সেই প্রক্রিয়ার মধ্যে আমরাও জড়িত রয়েছি৷’’

    দীর্ঘক্ষণ বাদে Twitter একাউন্ট ফিরলেও বৃহত্তর ষড়যন্ত্রের তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

    Dilip Ghosh “বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে ” – নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

    Grievance cell আমজনতার অভিযোগের কতটা নিস্পত্তি ? জানতে ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেলের বৈঠকে মুখ্যমন্ত্রী।

    Sagardighi সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে দিল্লি থেকে নজরদারি।

    দীর্ঘক্ষণ বাদে ট্যুইটারে তৃণমূলের (Trinamool Congress) অ্যাকাউন্টটি ফেরত পাওয়া গেলেও সন্দেহ ছাড়ছে না৷ কুণাল (Kunal Ghosh) বলছেন, ‘‘১৪ ঘণ্টা বাদে ফেরত পাওয়া ও হঠাৎ করে কেন তৃণমূল কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল, সেটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে৷ যে এজেন্সির নাম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাকিংয়ের পর, সেটি একটি মার্কিন সংস্থা৷ সেটি মূলত বিট কয়েন ও গেমিং নিয়ে কাজ করে৷ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনওরকম অসুবিধা তৈরির চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷’’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments