More
    HomeখবরDilip Ghosh "বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে '' -...

    Dilip Ghosh “বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে ” – নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

    Today Kolkata:- Dilip Ghosh শনিবার দুপুর। কোচবিহারের (Coochbihar) দিনহাটার বুড়িরহাটে ধুন্ধুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে ‘হামলা’। বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। এ নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি।

    বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, ‘‘ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যাতে আমরা নির্বাচনে না যাই, না লড়ি। লোক যাতে ভোট না দেয় পঞ্চায়েতে। ফাঁকা মাঠে জিততে চাইছে। ওটা হবে না। মানুষ তৈরি আছে।’’ পাল্টা শাসক শিবিরের বক্তব্য, ‘‘ওদের কাজ কুৎসা করা। তার পরেও শিক্ষা নিয়ে আমরা পুরষ্কার পেলাম। ওদের জন্য বেল পাকলে কাকের কি ? ’’

    Dilip Ghosh "বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে '' - নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

    Dilip Ghosh "বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে '' - নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

    তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘ওরা যা খুশি বলুক। যা খুশি করুক। ওরা গো-হারা হারবে। মানুষ আমাদের সঙ্গে আছে। আর ওদের সঙ্গে সিবিআই, ইডি, রাজভবনের উঠোন। এই করে মানুষের শুভেচ্ছা পাওয়া যায় না৷ এই করে মানুষের মন জয় করা যায় না।’’

    গত বছরের ডিসেম্বর মাস। বিএসএফের গুলিতে প্রাণ যায় এক রাজবংশী যুবকের বলে অভিযোগ। প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১৯ ফেব্রুয়ারি ঘেরাও কর্মসূচি করে তৃণমূল। তখন থেকেই কোচবিহারে হাওয়া গরম। বঙ্গ রাজনীতিতেও চলছে কথার লড়াই।

    Dilip Ghosh “বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে ” – নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

    ৭০০ বছরের পুরনো মমিতে ঘুমিয়ে আছে স্পিরিচুয়াল প্রেমিকা, নাছোড় যুবকের বায়নায় তাজ্জব পুলিশও

    Sagardighi সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে দিল্লি থেকে নজরদারি।

    Adeno virus অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য সরকার , গাইডলাইন জারি স্বাস্থ্য দপ্তরের।

    MORE NEWS – তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক।

    হ্যাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। ট্যুইটারে এতদিন তৃণমূলের মূল ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল এআইটিসি অফিসিয়াল। সেই অ্যাকাউন্ট খুললেই এদিন সকাল থেকে দেখা যাচ্ছে নাম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন নাম হয়ে গিয়েছে Yuga Labs। জানা গিয়েছে, এটি একটি বহুজাতিক সংস্থা। মূলত কাজ করে ক্রিপ্টো কারেন্সির উপর। দশ ঘন্টা আগে শেষ পোস্ট হয়েছে। তার পরে আর কোনও পোস্ট হয়নি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments