More
    HomeখবরYuga Labs তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক।

    Yuga Labs তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক।

    Today Kolkata:- Yuga Labs হ্যাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। ট্যুইটারে এতদিন তৃণমূলের মূল ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল এআইটিসি অফিসিয়াল। সেই অ্যাকাউন্ট খুললেই এদিন সকাল থেকে দেখা যাচ্ছে নাম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন নাম হয়ে গিয়েছে Yuga Labs। জানা গিয়েছে, এটি একটি বহুজাতিক সংস্থা। মূলত কাজ করে ক্রিপ্টো কারেন্সির উপর। দশ ঘন্টা আগে শেষ পোস্ট হয়েছে। তার পরে আর কোনও পোস্ট হয়নি। এই অ্যাকাউন্টের বায়োতে এখনও রয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মূল ফেসবুক পেজের লিঙ্ক। এআইটিসি (All India Trinamool Congress) অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে মূলত তৃণমূলের কর্মসূচি , গুরুত্বপূর্ণ সভা এবং প্রথম সারির নেতা-নেত্রীদের বক্তব্য প্রকাশিত হত। এখন সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছিল। ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন নিয়ে দুটি ট্যুইটও করা হয়েছিল। পরে সেগুলি মুছে দেওয়া হলেও সেই পোস্টের স্ক্রিনশট গুলি ভাইরাল হয়ে যায়। প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যাক করে দাবি করা হয়, ‘ভারত আনুষ্ঠানিকভাবে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দিয়েছে এবং সরকার জনগণকে ৫০০বিটিসি বিতরণ করছে।’ সেই পোস্ট গুলি ডিলিট করা হলেও স্ক্রিনশট গুলি ভাইরাল হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট সফল ভাবে ফিরিয়ে আনতে সক্ষম হন আধিকারিকরা। পরে সেই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল, যা অবিলম্বে সুরক্ষিত করা হয়েছে এবং বিষয়টি টুইটারকে দেওয়া হয়েছে।”

    Yuga Labs তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক।

    Sagardighi সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে দিল্লি থেকে নজরদারি।

    Raj Bhaban নিশীথ প্রামাণিকের ওপর হামলা, হামলাকারীদের বিষয় কি পদক্ষেপ? নবান্নকে রিপোর্ট তলব রাজভবনের।

    MORE NEWS – আমজনতার অভিযোগের কতটা নিস্পত্তি ? জানতে ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেলের বৈঠকে মুখ্যমন্ত্রী।

    পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগেই সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তিকে অগ্রাধিকার দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিকে লক্ষ্য রেখে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেল নিয়ে বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments