More
    Homeঅনান্যSuvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা,...

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    Today Kolkata:- Suvendu Adhikari & Mamata Banerjee শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানে তোল পাশ পরিস্থিতি চলছে রাজ্য রাজনীতিতে আর এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘চাকরির নিয়োগ দুর্নীতির এক নম্বর কিং পিন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’। শনিবার সিউড়ি পৌঁছে এমনই দাবি জানিয়ে এই ভাষাতেই রাজ চক্রবর্তীর মন্তব্যের সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের শাসক দলকে নিশানা করে রীতিমত একহাত নিয়ে শুভেন্দু বলেন, ‘এরা নীচে নামতে নামতে কোথায় গেছে! এর আগে মা সারদামণি, কখনও ভারতরত্নদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন। আমি রামকৃষ্ণ মঠ ও মিশনকে বিবৃতি জারি করতে অনুরোধ করেছিলাম। সারদামণি, রানি রাসমণি, ভারতরত্নদের সঙ্গে এমন একজনের তুলনা হচ্ছে, যে নিয়োগ দুর্নীতিতে ১ নম্বর কিং পিন।’ তাঁর এও দাবি, ”আমি সিউড়িতে এই নিয়ে ৯ বার এলাম। গুসকরা পেরোলেই পরিবর্তন অনুভব করা যায়।

    Malbazar Harpa Bun হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মুখ্যমন্ত্রী, মিছিলের হুঁশিয়ারি শুভেন্দুর।

    তবে রাজনৈতিক নেতাকে আর কিছুই বলতে হয় না, সাধারণ মানুষই সব বলে দিচ্ছে। শুধু একটা সুযোগের অপেক্ষা, তারপরই দেখবেন।” এর পাশাপাশি শুভেন্দু এই প্রশ্নও তোলেন, ‘সায়গল হোসেন একজন পুলিশ কন্সটেবলের চাকরি করে ৪০ হাজার টাকা মাস মাইনে পায়। সেখানে সায়গল কীভাবে ১৫ লক্ষ টাকা দিয়ে সুপ্রিমকোর্টে আইনজীবী নিয়োগ করলেন? আসলে সায়গলের পিছনে বড় মাথারা আছেন। এমনটাই দাবি শুভেন্দুর। এদিন বীরভূমের সিউড়ির বামনি কালী মন্দিরে একই সঙ্গে হাজির থাকতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বীরভূমের সিউড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা সিউড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উজ্বল চট্টোপাধ্যায় ও সিউড়ির ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুন্দন কুমার দে-কে। মায়ের মন্দিরে কোনও রাজনীতি নেই বলেই জানিয়েছেন তারা। সৌজন্য সাক্ষাতের পর কালীমাকে প্রণাম করে প্রদীপ জ্বালান সবাই।

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    MORE NEWS – পুজোয় দিন সকাল থেকেই নবান্নে থাকবেন মুখ্যসচিব ও শীর্ষ আধিকারিকরা।

    ‘সিত্রাং’ আতঙ্কে সবাই তটস্থ। এই ঘূর্ণিঝড় কতটা ভয়ংকর আকার ধারণ করতে পারে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। যদিও আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন৷ পরিস্থিতি মোকাবিলায় করতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার এই নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments