More
    Homeঅনান্যSitrang strom শক্তি নিয়ে ধেয়ে আসছে সিত্রাং! দীপাবলিতে কেমন থাকবে আবহাওয়া?

    Sitrang strom শক্তি নিয়ে ধেয়ে আসছে সিত্রাং! দীপাবলিতে কেমন থাকবে আবহাওয়া?

    Today Kolkata:- Sitrang strom চলতি বছর প্রতিটি উৎসবে প্রকৃতির রোশানল থেকে নিস্তার পাচ্ছে না রাজ্যবাসী। দুর্গাপুজো কেটেছে দুর্যোগের মধ্য দিয়ে। এবার কালীপুজোয় দাপট দেখাবে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। বিপুল শক্তি নিয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে বাড়ছে এর দাপট। সময় যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, শক্তি সঞ্চয় করে সোমবার কালীপুজোর দিন এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে আশঙ্কা। এরপর মঙ্গলবার ভোর হতেই দেখাবে এর ভয়ংকর রূপ। বাংলাদেশেই এই ঝড়ের ল্যান্ডফল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও। আশঙ্কা করা হচ্ছে দীপাবলীর উৎসবের আনন্দ মাটি করে দিতে যেন উঠেপড়ে লেগেছে সিত্রাং (Sitrang strom)। ইতিমধ্যেই রবিবার রাত থেকে দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি শুরু হয়েছে।

    Weather ghumnabarti বঙ্গোপসাগর-আরব সাগরে জোড়া ঘূর্ণাবর্ত! আবারও কি তোলপাড়?

    কালীপুজোর দিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওযার পরিস্থিতি আরও খারাপ হবে। মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মাঝামাঝি এলাকায় আছড়ে পড়তে পারে। তবে এরাজ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের হাত থেকে রক্ষা পেলেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিত্রাংয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সেইসঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভানা রয়েছে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

    Sitrang strom শক্তি নিয়ে ধেয়ে আসছে সিত্রাং! দীপাবলিতে কেমন থাকবে আবহাওয়া?

    Weather update Kali puja পুজোয় দিন সকাল থেকেই নবান্নে থাকবেন মুখ্যসচিব ও শীর্ষ আধিকারিকরা।

    Supreme Court প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিককে অপসারণে স্থগিতাদেশ, জানাল সুপ্রিম কোর্ট।

    Malbazar Harpa Bun হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মুখ্যমন্ত্রী, মিছিলের হুঁশিয়ারি শুভেন্দুর।

    দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। দক্ষিণবঙ্গের অন্য জেলার পাশাপাশি দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে নবান্ন। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ঝড়ের প্রভাব বেশি থাকবে। তাই সেই সব এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সেসব জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও এনডিআরএফ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments