More
    HomeখবরTapan Dasgupta ফুরফুরার চেয়ারম্যানের পদ থেকে সরলেন ফিরহাদ হাকিম, এলেন তপন...

    Tapan Dasgupta ফুরফুরার চেয়ারম্যানের পদ থেকে সরলেন ফিরহাদ হাকিম, এলেন তপন দাশগুপ্ত।

    Today Kolkata:- ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দায়িত্ব পেয়েছেন হুগলি জেলা তৃণমূলের নেতা তপন দাশগুপ্তকে। নবান্ন সূত্রে খবর , মঙ্গলবার এ কথা জানা গেলেও প্রশাসনিক ভাবে এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। বিদায়ী চেয়ারম্যান ফিরহাদ নিজেই ফোন করে তপনকে (Tapan Dasgupta) নতুন দায়িত্বের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সংখ্যালঘু ভোট সংক্রান্ত বিষয়ে রাজ্যের পাঁচ মন্ত্রীকে দ্রুত কাজে নামার দিয়েছেন বলে সোমবার জানা গিয়েছিল।

    সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক বসে। তার পরে পাঁচ নেতাকে নিজের ঘরে ডেকে পাঠান মমতা (Mamata Banerjee)। তাঁরা সকলেই সংখ্যালঘু। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও জঙ্গিপুরের মন্ত্রী জাভেদ খান তাঁর ঘরে যান। সূত্রের খবর , বৈঠকে মুখ্যমন্ত্রী এই কমিটিকে সাগরদিঘি ভোটের বিপর্যয় নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছেন।

    উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই ফুরফুরা শরিফ এলাকার উন্নয়নের জন্য এই পর্ষদ গড়েছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ সময় এই পর্ষদের চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তারপর অবশ্য জেলাশাসকের হাতেই চলে গিয়েছিল এই পর্ষদের ক্ষমতা। কিন্তু তৃতীয় বার ক্ষমতায় আসার পর ফিরহাদকেই চেয়ারম্যান করা হয়। কিন্তু এবার সেই ফিরহাদকে (Firhad Hakim) সরিয়ে বসানো হল হুগলির প্রবীণ নেতাকে।

    হুগলি জেলা রাজনীতির অতি পরিচিত মুখ তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তপন (Tapan Dasgupta)। দায়িত্ব পাওয়ার পর তপন জানিয়েছেন, বুধবারই তিনি ফুরফুরা শরিফে যাবেন। কথা বলবেন ফুরফুরা শরিফের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে। যদিও বর্তমানে সেখানে ইসালে সাওয়ার উৎসব নিয়ে ব্যস্ত তাঁরা।

    বর্তমানে ফুরফুরা শরিফের একাংশের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব তৈরি হয়েছে। কারণ ফুরফুরা শরিফের পীরজাদা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি। সম্প্রতি তাঁকে ৪২ দিন কারাবাসে থাকতে হয়েছে। গত ২১ জানুয়ারি ধর্মতলায় দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে ঘিরে কলকাতা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে আইএসএফ সমর্থকদের।

    Tapan Dasgupta ফুরফুরার চেয়ারম্যানের পদ থেকে সরলেন ফিরহাদ হাকিম, এলেন তপন দাশগুপ্ত।

    Anubrata Mondal vs ED সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন অনুব্রত।

    সেই ঘটনার জেরে নওশাদ সহ ৮৮ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁর জামিন ম়ঞ্জুর হলেও শনিবার মুক্তি পান নওশাদ। তাঁর ৪২ দিন কারবাসের কারণে ফুরফুরার একাংশ রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ। যে কারণে রবিবার স্থানীয় বিধায়ক তথা পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakrabarty) নওশাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, দেখা হয়নি তাঁদের।

    তাই ফুরফুরা শরিফের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনীতির বৃত্ত থাকা একাংশ। কারণ ফিরহাদ (Firhad Hakim) কলকাতার মেয়র , সঙ্গে পুরমন্ত্রীর দায়িত্বও তাঁর কাঁধে। তাই হুগলির মতো জেলায় গিয়ে উন্নয়ন পর্ষদের কাজ দেখা ফিরহাদের পক্ষে সম্ভব হচ্ছিল না বলেই তপনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই দাবি প্রশাসনিক আধিকারিকদের। সঙ্গে ফুরফুরার উন্নয়নে গতি আনাও রাজ্য সরকারের লক্ষ্য।

    সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) পরাজয়ের পরেই গুঞ্জন উঠেছে, সংখ্যালঘুরা শাসকদলের পাশ থেকে সরতে শুরু করেছে। যে কারণে সোমবার বিধানসভায় ৫ জন নেতাকে নিয়ে একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা সাগরদিঘির পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু ভোটের অবস্থা নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন। আর তারপরেই ফুরফুরা উন্নয়ন পর্ষদে নতুন দায়িত্বে আনা হল তপনকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments