More
    HomeখবরAnubrata Mondal vs ED সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ , বিচারাধীন বন্দি হিসাবে...

    Anubrata Mondal vs ED সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন অনুব্রত।

    Today Kolkata:- Anubrata Mondal vs ED সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে (Anubrata Mondal) নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷ সাংসদ হিসেবে নয় , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

    Anubrata Mondal vs ED সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন অনুব্রত।

    Birbhum Zilla উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ।

    মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বহুবার আফশোস করেছেন, একাধিকবার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও বীরভূম ছেড়ে নড়তে চাননি তাঁর প্রিয় কেষ্ট৷ দিল্লি যেতে কেন তাঁর অনীহা, তা নিয়ে প্রশ্ন করা হলেও অনুব্রত হাসি মুখে উত্তর দিতেন, আমি বীরভূমেই ভাল আছি৷

    শেষ পর্যন্ত অবশ্য দিল্লি যেতেই হল অনুব্রত মণ্ডলকে৷ সাংসদ হয়ে তিনি দিল্লি যেতে রাজি হননি৷ শেষ পর্যন্ত অবশ্য বন্দি হিসেবেই রাজধানীর বুকে পা পড়ল অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাওয়ার আগে জোকার ইএসআই হাসপাতাল, কলকাতা বিমানবন্দরে গরু চোর, চোর কটাক্ষও শুনতে হল একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)৷

    এ দিনও অবশ্য দিল্লির বিমানে ওঠার আগে পর্যন্ত তিনি অসুস্থ বলে বার বার ইডি অফিসারদের কাছে অনুযোগ করেছেন অনুব্রত৷ তাঁকে কাছের কোনও হাসপাতালেও নিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ দিল্লি যাত্রাই ছিল অনুব্রতর (Anubrata Mondal) ভবিতব্য৷

    Anubrata Mondal vs ED সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন অনুব্রত।

    Adeno Virus vs DA সরকারি কর্মচারী সংগঠনের ডাকা প্রশাসনিক ধর্মঘটের বিরোধিতা, অ্যাডিনোকে ঢাল শাসক দলের।

    Birbhum Zilla উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ।

    MORE NEWS – চা-বিস্কুট হাতে নিয়ে বাংলা খবরের কাগজের খোঁজ , হল না তৃণমূল নেতা অনুব্রতর ইচ্ছাপূরণ।

    বীরভূম থেকে আসানসোল হয়ে এখন তাঁর বর্তমান ঠিকানা দিল্লি। আপাতত তিনদিন ইডি হেফাজতে গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি। কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে ইডি’র সদর দপ্তরে প্রথম রাত কাটালেন অনুব্রত (Anubrata Mondal)। বুধবার ফের তদন্তকারীদের জেরার মুখে পড়তে হবে তাঁকে। CONTINUE READING

    Sagardighi Election Result সাগরদিঘির ফলাফলে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ নির্দেশ দিলেন মন্ত্রীদের।

    Mamata Banerjee “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই” – বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments