More
    HomeখবরBirbhum Zilla উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা...

    Birbhum Zilla উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ।

    Today Kolkata:- Birbhum Zilla ঢাক বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, গুড় এবং বাতাসা বিলি করা হচ্ছে বীরভূম জেলার বিভিন্ন জায়গায়। কেষ্টর দিল্লি যাত্রা উদযাপন বীরভূম জেলা বিজেপির। স্থানীয় বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও নেতা, মন্ত্রীর ঠাঁই হবে জেলে। যদিও বিজেপির কেষ্টর দিল্লি যাত্রা উদ্যাপনকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। বিজেপি এ রকম অনেক সার্কাস করবে। আমরা মানুষের উন্নয়ন নিয়ে ব্যস্ত। তার জবাব নির্বাচনে বিজেপি পেয়ে যাবে।’’
    বীরভূম বিজেপির (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহার (Dhrubo Saha) দাবি, ধর্মের কল বাতাসে নড়ে। তাই অনুব্রতের (Anubrata Mondal) আজ এই অবস্থা। তিনি বলেন, ‘‘চড়াম চড়াম ঢাক আর বীরভূমে বাজবে না, আমরাই শেষ বার বাজিয়ে দেব। গুড়, বাতাসা খেতে খেতে সেই বাজনা শুনবেন সকলে। আজ বীরভূমে একটাই সুর, আহা কী আনন্দ আকাশে, বাতাসে! বীরভূমের মানুষ গণতন্ত্র ফিরে পাবেন। রাস্তায় আর উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না। কোথাও আর ভোট লুট হবে না। যাঁরা গুন্ডামি করতে চাইবেন তাঁরা কেষ্ট মণ্ডলের অবস্থা দেখুন। আজকের আবির খেলা হল, রং দে তু মুঝে গেরুয়া। গেরুয়া রং আমাদের সবার মনে রয়েছে। সেই গেরুয়া রংই বীরভূমের আকাশে, বাতাসে ভাসছে।’’ ঘটনাচক্রে, দোলের দিন সকালে আসানসোল জেল থেকে কেষ্টকে বার করে কলকাতা, তার পর দিল্লি নিয়ে যাওয়া হয়। আসানসোল সংশোধনাগার থেকে কেষ্টর গাড়ি বেরোতেই স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা গোটা এলাকা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন।

    Birbhum Zilla উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ।

    KMRCL গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো, শীঘ্রই শুরু হবে ট্রায়াল রান। MORE NEWS – সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ, বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন অনুব্রত। সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে (Anubrata Mondal) নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷ সাংসদ হিসেবে নয়, বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বহুবার আফশোস করেছেন, একাধিকবার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও বীরভূম ছেড়ে নড়তে চাননি তাঁর প্রিয় কেষ্ট৷ CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments