More
    HomeখবরNari dibosh টার্গেট মহিলা ভোট – আন্তর্জাতিক নারী দিবসে একাধিক পরিকল্পনা তৃণমূলের।

    Nari dibosh টার্গেট মহিলা ভোট – আন্তর্জাতিক নারী দিবসে একাধিক পরিকল্পনা তৃণমূলের।

    Today Kolkata:- Nari dibosh লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপশ্রী, কন্যাশ্রী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের (Trinamool Congress) অন্যতম হাতিয়ার। আন্তর্জাতিক মহিলা দিবসেও তাই রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) রাজ্যের বহু মহিলারই ‘কাছের মানুষ’।

    টার্গেট মহিলা ভোট ৷ সূত্রের খবর , বুধবার রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহিলা সদস্যরা৷ রাজ্যের ৩৬ সাংগঠনিক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে তাঁদের৷ অন্তত ৩০০ করে বাড়িতে আজ যেতেই হবে তৃণমূলের মহিলা সদস্যদের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলারা কতটা সুরক্ষিত সেই বার্তাই আজ দিতে চায় তৃণমূল কংগ্রেস।

    সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, এই কর্মসূচিতে সেই বিষয়টিও তুলে ধরার কথা তাঁদের। রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল (Trinamool Congress) । রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩৬ সাংগাঠনিক জেলার ১০ হাজার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধি দল। বাড়ির মহিলারা এ রাজ্যে কতটা সুরক্ষিত, সেই বিষয় তুলে ধরবেন তাঁরা। আজ হোলির দিন তাই আবির সহ শুভেচ্ছাবার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে।

    তৃণমূল (Trinamool Congress) সূত্রের খবর, মহিলাদের দেওয়া শুভেচ্ছা বার্তায় লেখা হচ্ছে, “হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।” পাশাপাশি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মহিলা দিবস উপলক্ষে ছোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে রাজ্যের শাসকদল। অন্যান্যবার আন্তর্জাতিক মহিলা দিবসে বড় করে অনুষ্ঠান করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এবার হোলি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য তা করা হচ্ছে না।

    Nari dibosh টার্গেট মহিলা ভোট – আন্তর্জাতিক নারী দিবসে একাধিক পরিকল্পনা তৃণমূলের।

    MORE NEWS – ফুরফুরার চেয়ারম্যানের পদ থেকে সরলেন ফিরহাদ হাকিম, এলেন তপন দাশগুপ্ত।

    ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দায়িত্ব পেয়েছেন হুগলি জেলা তৃণমূলের নেতা তপন দাশগুপ্তকে। নবান্ন সূত্রে খবর , মঙ্গলবার এ কথা জানা গেলেও প্রশাসনিক ভাবে এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। বিদায়ী চেয়ারম্যান ফিরহাদ নিজেই ফোন করে তপনকে (Tapan Dasgupta) নতুন দায়িত্বের কথা জানিয়েছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments