More
    HomeখবরAdeno Virus vs DA সরকারি কর্মচারী সংগঠনের ডাকা প্রশাসনিক ধর্মঘটের বিরোধিতা, অ্যাডিনোকে...

    Adeno Virus vs DA সরকারি কর্মচারী সংগঠনের ডাকা প্রশাসনিক ধর্মঘটের বিরোধিতা, অ্যাডিনোকে ঢাল শাসক দলের।

    Today Kolkata:- এবার রাজ্যে অ্যাডিনো ভাইরাসের (Adeno Virus) সংক্রমণ বৃদ্ধির কারণ সামনে রেখে বিরোধিতার সুর আরও চড়াল তৃণমূল (Trinamool Congress) সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন। প্রসঙ্গত , আগামী শুক্রবার বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে এক ঝাঁক সরকারি কর্মচারী সংগঠন। যার মধ্যে রয়েছে যৌথ সংগ্রাম কমিটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ কো-অর্ডিনেশন কমিটির মতো বামপন্থী সংগঠনগুলি।
    গত ফেব্রুয়ারি মাসে দু’দিনের কর্মবিরতির পর প্রথমে ৯ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দেয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। কিন্তু ওই দিন মাধ্যমিকের শারীর শিক্ষা পরীক্ষা থাকার কারণে সিদ্ধান্ত বদল করে তা ১০ তারিখে করা হয়। আগামী শুক্রবার সেই দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধারাবাহিক ভাবে ধর্মঘট এবং বন্ধের বিরোধিতা করে আসছেন ক্ষমতায় আসার পর থেকেই। ফেব্রুয়ারির ধর্মঘটেরও বিরোধিতা করেছিলেন তিনি। ১০ তারিখের প্রস্তাবিত ধর্মঘটের বিরোধিতা করবে রাজ্য প্রশাসন। তবে তার আগেই ময়দানে নামল তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন।

    Adeno Virus vs DA সরকারি কর্মচারী সংগঠনের ডাকা প্রশাসনিক ধর্মঘটের বিরোধিতা, অ্যাডিনোকে ঢাল শাসক দলের।

    Birbhum Zilla উড়ছে গেরুয়া আবির , কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ। Nari dibosh টার্গেট মহিলা ভোট – আন্তর্জাতিক নারী দিবসে একাধিক পরিকল্পনা তৃণমূলের। MORE NEWS – সাগরদিঘির ফলাফলে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ নির্দেশ দিলেন মন্ত্রীদের। সাগরদিঘির হারে কিছুটা হলেও হতাশ মুখ্যমন্ত্রী! আজ বিধানসভায় ক্যাবিনেট মিটিংয়ের পর দলের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় সাগরদিঘির ফল নিয়ে নিজের এই হতাশার কথা গোপন করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (,Mamata Banerjee) বলেন , ”সবাই বলে বামেদের আমলের কথা। আমাদের গত ১২ বছরে সংখ্যালঘু এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। তার পরেও কেন এই হাল হবে ?’ CONTINUE READING MORE NEWS – সাংসদ হিসেবে হয়নি ইচ্ছাপূরণ , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন অনুব্রত। সন্ধ্যা ৬.৫৬ মিনিটে অনুব্রতকে (Anubrata Mondal) নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যায় বেসরকারি সংস্থার বিমান৷ কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছয় সেই বিমান৷ সাংসদ হিসেবে নয় , বিচারাধীন বন্দি হিসাবে দিল্লিতে পা দিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বহুবার আফশোস করেছেন, একাধিকবার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও বীরভূম ছেড়ে নড়তে চাননি তাঁর প্রিয় কেষ্ট৷ CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments