More
    HomeখবরSagardighi Election Result সাগরদিঘির ফলাফলে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ নির্দেশ দিলেন মন্ত্রীদের।

    Sagardighi Election Result সাগরদিঘির ফলাফলে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ নির্দেশ দিলেন মন্ত্রীদের।

    Today Kolkata:- Sagardighi Election Result সাগরদিঘির হারে কিছুটা হলেও হতাশ মুখ্যমন্ত্রী! আজ বিধানসভায় ক্যাবিনেট মিটিংয়ের পর দলের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় সাগরদিঘির ফল নিয়ে নিজের এই হতাশার কথা গোপন করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (,Mamata Banerjee) বলেন , ”সবাই বলে বামেদের আমলের কথা। আমাদের গত ১২ বছরে সংখ্যালঘু এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। তার পরেও কেন এই হাল হবে ?’

    ফল কেন খারাপ হল তা খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন সাগরদিঘির (Sagardighi) মানুষ তৃণমূল (Trinamool Congress) থেকে কেন মুখ ফেরাল, তাঁদের ক্ষোভটা কোথায়, মানুষের সঙ্গে কথা বলে তাঁকে জানাতে কমিটির সদস্যদের নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)।

    বিধানসভার অধিবেশনে সাগরদিঘি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে বলেন, ‘একটা সাগরদিঘি দেখিয়ে আঙুল তুলবেন না। মুখোশ খুলে গেছে। সিপিএম – কংগ্রেস -বিজেপি সব এক হয়ে গিয়েছে। এখন কে কাকে হারাবে, তার লড়াই চলছে। তৃণমূল একা লড়েছে।’ সাগরদিঘিতে হারের জন্য বাম -কংগ্রেস -বিজেপি-র অশুভ আঁতাতকেই ঢাল করেছিল তৃণমূল। বিধানসভাতেও সাগরদিঘির ফলের জন্য এই জোটকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    Sagardighi Election Result সাগরদিঘির ফলাফলে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ নির্দেশ দিলেন মন্ত্রীদের।

    Weather Doll দক্ষিণবঙ্গে গরম হাওয়ার দাপট, দোলে কেমন থাকবে আবহাওয়া ?

    MORE NEWS – ”ভয় পেয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি, এই চিঠির মূল্য নেই ”- শুভেন্দু অধিকারী।

    ‘ভয় পেয়ে চিঠি দিয়েছে। ওই চিঠির কোনও মূল্য নেই।’ কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন বিরোধী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন, সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। CONTINUE READING

    MORE NEWS – “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই” – বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    সোমবারই ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের যৌথ মঞ্চে হঠাৎ হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে এসেছিলেন, আন্দোলনকারীদের নিঃশর্ত সমর্থন করবেন তাঁরা। তার ঠিক পর পরই বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ডিএ ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বললেন, “তৃণমূলের (Trinamool Congress) আমলে (প্রথমে) ৯৯ % এবং পরে (দু’দফায়) ৬% ডিএ দেওয়া হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments