More
    HomeখবরMamata Banerjee “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা...

    Mamata Banerjee “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই” – বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- সোমবারই ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের যৌথ মঞ্চে হঠাৎ হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে এসেছিলেন, আন্দোলনকারীদের নিঃশর্ত সমর্থন করবেন তাঁরা। তার ঠিক পর পরই বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ডিএ ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বললেন, “তৃণমূলের (Trinamool Congress) আমলে (প্রথমে) ৯৯ % এবং পরে (দু’দফায়) ৬% ডিএ দেওয়া হয়েছে। ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি। এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই।”

    ডিএ নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা (Mamata Banerjee)। ফের তোলেন বঞ্চনার অভিযোগ। বলেন, “একবার নিজেদের দিকে চেয়ে দেখুন। ভোট মিটলেই রেশন বন্ধ। এরপরেও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে৷ ভোট মিটলেই গ্যাসের দাম বাড়িয়ে দেয়। কেন্দ্রের কাছে আমাদের টাকা পাওনা আছে৷ যদিও সেই টাকা আমরা পাইনি। এরপরেও নবম শ্রেণিতে উঠলে সাইকেল দিই।

    Mamata Banerjee “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই” – বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    Recruitment scam নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ? সন্দেহ প্রকাশ ইডি কর্তাদের।

    Tripura Pratima Bhowmik মানিক নন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে প্রতিমা ভৌমিকই পছন্দ বিজেপি নেতৃত্বের।

    চাকরির চার লক্ষ টাকা দিয়ে প্রতারনার শিকার কৃষক,থানায় অভিযোগ দায়ের

    Weather State পাল্টে গেল পুরো পরিস্থিতি, বসন্তে এবার বর্ষার আগমন, ভিজবে রাজ্য।

    এদিন বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ডিএ নিয়ে সেই বাম জমানাকেই নিশানা করেন মমতা (Mamata Banerjee)। তাঁর দাবি, “সিপিএমের আমলে সব ডিএ পেন্ডিং ছিল। আমরা ডিএ দিচ্ছি৷ ৯৯%+৬% ডিএ দিয়েছি। আমি হয়ত অর্থনীতির বিশেষজ্ঞ নই৷ কিন্তু ৩%+৩% ডিএ ঘোষণা হল। এর পর আর কী চাই ?” বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের যৌথ মঞ্চ। শহিদ মিনারের পাদদেশে ডিএ ইস্যুতে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

    এদিন বিধানসভার বক্তৃতায় ডিএ ইস্যুতে বিরোধীদের বিঁধতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। বলেন, “যখন কোনও পরিবার তৈরি হয়৷ তার সব দায়িত্ব দেখেই পরিকল্পনা করা হয়৷ কেন্দ্রের ও রাজ্যের কর্মীদের পে স্কেল আলাদা। সিপিএম বড় বড় কথা বলেছে। সাথে কংগ্রেস ও বিজেপি জুড়েছে৷ ওদের ধার করে যাওয়া ঋণ, শোধ করতে হয় আমাদের৷”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments