More
    HomeখবরED vs Kuntal কুন্তল ঘোষ এবং এই সোমা চক্রবর্তীর মধ্যে ৫০ লক্ষ...

    ED vs Kuntal কুন্তল ঘোষ এবং এই সোমা চক্রবর্তীর মধ্যে ৫০ লক্ষ টাকার লেনদেন! -কি সূত্রে? জানতে তৎপর ইডির তলব সোমাকে।

    Today Kolkata:- ED vs Kuntal নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল কুন্তল (Kuntal Ghosh) ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীকে (Soma Chakrabarty)। ইডি (Enforcement Directorate) সূত্রের দাবি, দুনীর্তিতে অভিযুক্ত কুন্তল ঘোষ এবং এই সোমা চক্রবর্তীর Soma Chakrabarty) মধ্যে অন্তত ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। কী সূত্রে সেই লেনদেন ? কুন্তল (Kuntal Ghosh) এবং সোমার বন্ধুত্বে কতটা ঘনিষ্ঠতা ছিল, যাতে এত বড় অঙ্কের টাকা সোমাকে দেওয়া সম্ভব হয়েছিল, সে সবকিছুই খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা।

    সূত্রের খবর, পেশায় বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর Soma Chakrabarty) সঙ্গে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) পরিচয় হয়েছিল শহরের একটি অভিজাত ক্লাবে। সেখানে কুন্তলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সোমারই এক পরিচিত ব্যক্তি। সেটা ২০১৫ সাল। তার পর থেকে একাধিক বার কুন্তল এবং সোমাকে বিভিন্ন ক্লাবে, পাবে একসাথে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সেই বন্ধুত্বের খাতিরেই নাকি ব্যবসার জন্য সোমাকে Soma Chakrabarty) ৫০ লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন কুন্তল (Kuntal Ghosh)। ইডির (Enforcement Directorate) প্রশ্নোত্তর পর্বে অন্তত এমনটাই জানিয়েছেন সোমা। যদিও এই তত্ত্ব মানতে নারাজ ইডি কর্তারা।

    ED vs Kuntal কুন্তল ঘোষ এবং এই সোমা চক্রবর্তীর মধ্যে ৫০ লক্ষ টাকার লেনদেন! -কি সূত্রে? জানতে তৎপর ইডির তলব সোমাকে।

    Mamata Banerjee “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই” – বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    প্রসঙ্গত , তদন্তে জানা গিয়েছে কুন্তলের (Kuntal Ghosh) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬.৫ কোটি সরানো হয়েছিল। সেই টাকারই অংশ ছিল ওই ৫০ লক্ষ টাকা। এছাড়া, কুন্তলের ঘনিষ্ঠ আত্মীয়র নামে থাকা আরও একটি অ্যাকাউন্ট থেকেও আর্থিক লেনদেনের হদিস পেয়েছে ইডি (Enforcement Directorate। সেই অ্যাকাউন্ট থেকেও সোমার কাছে টাকা গিয়েছে বলে সূত্রের খবর। তবে আরও একটি বিষয় ইডি কর্তাদের ভাবাচ্ছে। সোমা Soma Chakrabarty) ছাড়াও বেশ কয়েকজন পরিচিতর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কুন্তল (Kuntal Ghosh)।

    নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল কুন্তল (Kuntal Ghosh) ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীকে Soma Chakrabarty)। অর্পিতা মুখোপাধ্য়ায় এবং হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের পরে নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে তৃতীয় বার উঠে এসেছে কোনও মহিলার নাম। ইডি (Enforcement Directorate) কর্তারা মনে করছেন, নিয়োগ দুর্নীতির টাকা সরানোর জন্য একের পর এক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে এই টাকা ? সে সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে সোমাকে Soma Chakrabarty) তাঁর অ্যাকাউন্ট সংক্রান্ত আরও তথ্য নিয়ে ফের হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আগামী শুক্রবার সোমাকে হাজিরা দিতে বলেছে ইডি (Enforcement Directorate)।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments