More
    HomeখবরWeather State পাল্টে গেল পুরো পরিস্থিতি, বসন্তে এবার বর্ষার আগমন, ভিজবে রাজ্য।

    Weather State পাল্টে গেল পুরো পরিস্থিতি, বসন্তে এবার বর্ষার আগমন, ভিজবে রাজ্য।

    Today Kolkata:- Weather State বসন্তে কি বর্ষার আগমন ? কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা (Temparature) আরো এক ডিগ্রি বাড়বে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এতদিন এই রিপোর্ট আসলেও এবার পাল্টে গেল পুরো পরিস্থিতি। কিছু রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আইএমডি-র সর্বশেষ সতর্কতায়।

    যার কারণে মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে আগামী কয়েকদিন। আবহাওয়া দফতর জানিয়েছে , ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স থাকায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে (Uttarakhand) আগামী দু’ দিনে কিছু জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাত দেখা যেতে পারে। এ ছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পঞ্জাব প্রভৃতি রাজ্যে আগামী পাঁচ দিন মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে।

    গত ২৪ ঘন্টায় পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যা গড় তাপমাত্রার (Temparature) চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি। গুজরাত, বিদর্ভ, মারাঠওয়াড়া, দক্ষিণ কোঙ্কন, গোয়া, উপকূলীয় কর্ণাটক এবং উত্তর কেরালায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬-৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যা গড়ের চেয়ে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হয়েছে। এ ছাড়া হিমালয়ের পশ্চিমবঙ্গ-সিকিম, অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশেও বৃষ্টি দেখা গিয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই। একই সঙ্গে, ৫ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ, গুজরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই তিন দিনের জন্য গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন এই সব রাজ্যের মানুষ।

    Weather State পাল্টে গেল পুরো পরিস্থিতি, বসন্তে এবার বর্ষার আগমন, ভিজবে রাজ্য।

    Recruitment scam নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ? সন্দেহ প্রকাশ ইডি কর্তাদের।

    MORE NEWS – মানিক নন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে প্রতিমা ভৌমিকই পছন্দ বিজেপি নেতৃত্বের।

    নিজেকে পরিচয় দেন চাষির বেটি বলে। সমর্থক-সহকর্মীদের কাছে অবশ্য তিনি শুধুই ‘দিদি’। এক্কেবারে ধুলোমাটি থেকে রাজনীতি করে উঠে আসা শ্যামলা বরণের এই মেয়ে এখন কেন্দ্রীয় সরকারের (Crntral Government) মন্ত্রী। এখানেই শেষ নয়, ত্রিপুরা (Tripura) জুড়ে জল্পনা, মানিক সাহা নন, ধনপুরজয়ী প্রতিমা ভৌমিককেই নাকি মুখ্যমন্ত্রী পদে বেশি পছন্দ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments