More
    Homeপশ্চিমবঙ্গTET-Case: নয়া পোর্টাল খুলে পর্ষদকে ১৫ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

    TET-Case: নয়া পোর্টাল খুলে পর্ষদকে ১৫ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

    ‘১৫ দিনেই মিলবে অভিযোগের সুরাহা ‘, পর্ষদের আশ্বাসে টেটের প্রশ্নপত্রের ত্রুটির ইস্যুতে নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি।

    TET-Case: নয়া পোর্টাল খুলে পর্ষদকে ১৫ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

    Read More-Breaking: রাজ্যের বাকি পুরসভায় ২ দফায় ভোট, হাইকোর্টে জানাল কমিশন

    পর্ষদের (Primary education board) আশ্বাসে টেটের প্রশ্নপত্রের ত্রুটির ইস্যুতে নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি। উল্লেখ্য, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেখানে ৬ টি প্রশ্নপত্র ভূল ছিল।

    যার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি ঘঠন করা হয়। যারা ওই প্রশ্নগুলির উত্তর লিখেছিল, তাঁদের প্রত্য়েককে নম্বর দেওয়ার কথা কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়। কিন্তু মামলার পরেও দেখা গিয়েছে, বহু পরীক্ষার্থী নম্বর পাননি। ফলে ২০২০ সালের ডিসেম্বরে বিজ্ঞপ্তি মাধ্যমে শিক্ষক পর্ষদ বলেছিল, তাঁরা ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ করবেন। এরপরে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। তার বলেন যে, তাঁরা এখনও ওই ৬ নম্বর পাননি। ফলত তাঁরা পরীক্ষায় বসতে পারছেন না। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁরা ফর্ম ফিলাপ করার সুযোগ পান। প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী সেই সময় ফর্ম ফিলাপ করেন।

    এদিকে চলতি মাসের ২০ তারিখ শিক্ষক পর্ষদের তরফ থেকে ৭৩৮ টি শূন্যপদে জন্য ফের ,কলকাতা হাইকোর্টে হয়েছে। বলা হয়, অনেকেই যারা হাইকোর্টের নির্দেশে ফর্ম ফিলাপ করেছিলেন তাঁদের নাম এই তালিকায় নেই। ফলত সেখান থেকেই এই গোটা মামলার সূত্রপাত। সেই মামলার প্রেক্ষিতে বলা হয়েছে, নতুন একটি পোর্টাল (New portal of primary education board), প্রাথমিক শিক্ষাপর্ষদ খুলবে। যারা এই ৬ নম্বর প্রশ্ন ঘিরে কোনও রকম অভিযোগ রয়েছে এবং অভিযোগ পাওয়ার ১৫ দিনের মধ্যে সকল অভিযোগের নিষ্পত্তি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের এই আশ্বাসের ফলেই মামলার নিষ্পত্তি হল। এবং ৭৮০ টি শূন্যপদ ঘিরে যে জটিলতা দেখা গিয়েছিল, সেটা অনেকাংশেই কাটানো সম্ভব হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments