More
    HomeখবরTMC রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ এর টাকা না দেওয়ার প্রতিবাদে...

    TMC রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ এর টাকা না দেওয়ার প্রতিবাদে সামিল তৃনমূল কংগ্রেস।

    Today Kolkata:- TMC তৃনমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ এর টাকা না দেওয়ার প্রতিবাদে সামিল তৃনমূল কংগ্রেস। পূর্ব ঘোষিত কর্মসূচীর অঙ্গ হিসেবে আজ এবং আগামী কাল পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বুথে কেন্দ্রর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। আজকের সাংবাদিক বৈঠক এ পথে নেমে আন্দোলনকারী কর্মীবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া এবং জেলা চেয়ারম্যান অজিত মাইতি। মানষ বাবু এবং অজিত মাইতি জানান যে আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার যদি বাংলার গ্ৰামীন অর্থনীতিকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা যদি না দেয় তবে আগামী দিনে গনতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস।

    পাশাপাশি খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে দরখাস্ত করে উত্তরপ্রদেশ চলে যাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী তথা সবঙের বিধায়ক মানস ভুঁইয়্যা। উল্লেখ্য গতকালই মেদিনীপুরে দলের এক কর্মসূচীতে এসে এরাজ্যে জন্মকে অভিশাপ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন এরাজ্যে কাজ করতে দেওয়া হয় না। কোনও ভবিষ্যৎ নেই। তার সেই বক্তব্যকেই কটাক্ষ করে মানসবাবু এদিন বলেছেন, শষ্যশ্যামলা বাংলায় যিনি থাকতে চান না তিনি বরং দরখাস্ত করে বিজেপির রাজ্য উত্তরপ্রদেশে চলে যান।

    TMC রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ এর টাকা না দেওয়ার প্রতিবাদে সামিল তৃনমূল কংগ্রেস।

    World Environment Day বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে হিলি ব্লকের মনোরম পরিবেশে অঙ্কন প্রতিযোগিতা।

    Suvendu Adhikari “শোভনদেব চট্টোপাধ্যায় এর স্লিপ অফ টাং হয়ে গেছে, এই রাজ্যের ল্যান্ড পলিসি নেই, তাই রাজ্যে একটাও শিল্প নেই”।

    MORE NEWS – কাকলি ঘোষ দোস্তিদারের অনুপ্রেরণায় বাদুতে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

    ডাঃ কাকলি ঘোষ দোস্তিদারের (Kakoli Ghosh Dastidar) অনুপ্রেরণায় বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদুতে একটি উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। রবিবার বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে পরিচালিত এক স্বাস্থ্য শিবিরে একথা বলেন, ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার স্বাস্থ্য ও শিক্ষার স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডাঃ বিবর্তন সাহা। এদিন তিনি জানান, বারাসাত পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জি এই ওয়ার্ডের প্রতি যথেষ্ট স্নেহশীল হওয়ায় ওয়ার্ড জুড়ে উন্নয়ন শুরু হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments