More
    HomeখবরTripura Manik Sarkar নিজে নির্বাচনে লড়েননি, এবার নিজের কেন্দ্র হাতছাড়া মানিক সরকারের।

    Tripura Manik Sarkar নিজে নির্বাচনে লড়েননি, এবার নিজের কেন্দ্র হাতছাড়া মানিক সরকারের।

    Today Kolkata:- Tripura Manik Sarkar ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত লাগাতার জয় – ত্রিপুরার দু’দশকের মুখ্যমন্ত্রী সিপিআইএমের মানিক সরকার। মানিক সরকারের পুরনো আসন ধনপুরে এবার জিতেছেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। যিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও বটে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তাঁর দল আর তার আসন ধরে রাখতে পারেনি। কিন্তু বিষয়টি বামেদের কাছেই খানিক ‘বিড়ম্বনা’র। বিশেষ করে জোট গড়েও জয় হাসিল করতে না পারা। ২০১৮ সালের বিধানসভা ভোটে পদ্ম-ঝড়ে ২৫ বছরের বাম শাসনের পতন ঘটে ত্রিপুরায়৷ যদিও ধনপুর আসনে ৬ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন সিপিআইএমের মানিক সরকার (Manik Sarkar)। পেয়েছিলেন সাড়ে ৫৪ শতাংশের বেশি ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক (Pratima Bhowmik)। তিনি পেয়েছিলেন ৪১.২ শতাংশ ভোট।

    এবার সেখানে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা (পশ্চিম) কেন্দ্রের সাংসদ প্রতিমা। সিপিআইএম সাড়ে ৩৪ এবং তিপ্রামোথা ১৯ শতাংশ ভোট পেয়েছে। ২০১৮ সালের বিধানসভা ভোটে পদ্ম-ঝড়ে ২৫ বছরের বাম শাসনের পতন ঘটে ত্রিপুরায়- ৷ যদিও ধনপুর আসনে ৬ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন সিপিআইএমের মানিক সরকার (Manik Sarkar)। পেয়েছিলেন সাড়ে ৫৪ শতাংশেরও বেশি ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক (Pratima Bhowmik)। তিনি পেয়েছিলেন ৪১.২ শতাংশ ভোট। এ বার সেখানে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা (পশ্চিম) কেন্দ্রের সাংসদ প্রতিমা। সিপিআইএম সাড়ে ৩৪ এবং তিপ্রামথা ১৯ শতাংশ ভোট পেয়েছে।

    Tripura Manik Sarkar নিজে নির্বাচনে লড়েননি, এবার নিজের কেন্দ্র হাতছাড়া মানিক সরকারের।

    MORE NEWS – মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।

    উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় রাজনীতি। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। গণনা শুরু হতেই প্রাথমিক যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে মেঘালয়ে বেশ ভালই ফল করছে তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী , ১৯টি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। বিশেষত , গারো হিলসের বেশিরভাগ আসনেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শাসক দল NPP এগিয়ে রয়েছে ১২ টি আসনে। বিজেপি এবং কংগ্রেস দুজনেই এগিয়ে ৭ টি করে আসনে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments