More
    HomeখবরVisva Bharati University বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের।

    Visva Bharati University বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের।

    Today Kolkata:- Visva Bharati University এবার আইনি পদক্ষেপের (Ligal Step) হুঁশিয়ারি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড: অমর্ত্য সেন (Dr Amartya Sen)। “নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে সম্মানীয় ব্যক্তিকে অবমাননা করার জন্য।” ক্ষমা না চাইলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী (Girachand Chakrabarty)।

    এদিন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী একটি চিঠি দেন বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিককে। তাতে উল্লেখ করা হয়, নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেন (Amartya Sen) সারা বিশ্বের কাছে সম্মানীয় ব্যক্তি। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অসম্মানিত করার জন্য জমি দখলের অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে।পাশাপাশি অমর্ত্য সেনও একটি প্রেস বিজ্ঞপ্তি দেন।

    Visva Bharati University বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের।

    অমর্ত্য আদতে নোবেলজয়ী নন , বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যে শোরগোল

    এদিন শান্তিনিকেতনের (Shantiniketan) বাড়িতে সাংবাদিক বৈঠক করে অমর্ত্য সেন জানান, জমি জরিপ করলে ১৩ ডেসিমেল জমি ১৩ ডেসিমেলই থাকবে। কী কারনে জমি জরিপ করার প্রয়োজন, এটা জানলে বিশ্বভারতীর (Bishwabharati University) কর্মকর্তাদের কাজকর্মের প্রয়োজন হয়তো হ্রাস হতো ও অকারণে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ায় ভয় হ্রাস হত।

    নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন, দ্রুত জমি ফিরিয়ে দেওয়া হোক। এমনকি, অমর্ত্য সেন চাইলে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই রকম বিস্ফোরক ৩ টি চিঠি অমর্ত্য সেনকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই চিঠি সংবাদমাধ্যমকেও দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় (Mouha Banerjee)। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে বহু বিশিষ্ট মানুষজন অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন।

    Visva Bharati University বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের।

    দীর্ঘ অপেক্ষার অবসান, প্রায় ৭০৩ বছর পর নদীয়ার কল্যাণীতে কুম্ভ মেলা মেলায় হাজার হাজার নাগা সাধুদের আগমন।

    Weather Bengal আগামী সপ্তাহে বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী, কার্যত শীতের বিদায়।

    MORE NEWS – পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে নিয়ে বিস্ফোরক দাবি কাজল শেখের।

    পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে নিয়ে বিস্ফোরক দাবি কাজল শেখের । তিনি বলেন জেলে বসেই দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। আর এর আগে এমনই দাবি করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ গত শনিবার বীরভূমে সভা করতে গিয়ে কেষ্টর বিরুদ্ধে এরকের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments