More
    HomeচাকরিWB Land Reform Department Group C Recruitment 2023 : কোনোরকম লিখিত পরীক্ষায়...

    WB Land Reform Department Group C Recruitment 2023 : কোনোরকম লিখিত পরীক্ষায় ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য ভূমি সংস্করণ দপ্তরে ‘গ্রুপ সি’ পদে কর্মী নিয়োগ! বিস্তারিত জানুন

    সারা রাজ্য জুড়ে বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রাজ্যের ভূমি সংস্করণ দপ্তরের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে ‘গ্রুপ সি’ পদে নিয়োগ করা হবে।

    বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। চলুন তাহলে আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

    • পদের নাম :-

    ভূমি সংস্করণ দপ্তরে গ্রুপ ‘সি’ পদে নিয়োগ করা হবে (WB Land Reform Department Recruitment)।

    • আবেদন পদ্ধতি :-

    যেহেতু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।

    • প্রয়োজনীয় ডকুমেন্টস :-

    ১) বয়সের প্রমাণ পত্র।

    ২) জাতিগত সংশয় পত্র।

    ৩) পরিচয় পত্র।

    ৪) পাসপোর্ট সাইজের ছবি।

    ৫) পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস।

    • নিয়োগ প্রক্রিয়া :-

    যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

    • ইন্টারভিউয়ের তারিখ ও সময় :-

    Walk In Interview 13/04/2023 তারিখে সকাল 10 টা থেকে শুরু হবে। সকলে সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করবেন। আর তার সঙ্গে অফিসিয়াল নোটিশে পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস যা উল্লেখ রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে উপস্থিত থাকবেন।

    • ইন্টারভিউয়ের স্থান :-

    Additional District Magistrate and District Land and Land Reform Office, Jhargram.

    • এছাড়া আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments