More
    Homeঅনান্যWeather State তাপমাত্রার পারদ পতন, শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে।

    Weather State তাপমাত্রার পারদ পতন, শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে।

    Today Kolkata:- Weather State তাপমাত্রার (Temparature) পারদ পতন , শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার নামল ১৫ ডিগ্রির ঘরে। উত্তুরে হাওয়ার দাপটে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকে কুয়াশা হতে পারে কোথাও কোথাও।

    Weather State তাপমাত্রার পারদ পতন, শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে।

    Weather State তাপমাত্রার পারদ পতন, শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে।

    প্রসঙ্গত , জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কলকাতা সহ রাজ্যে উবে গিয়েছিল হাড়হিম ঠান্ডার আমেজ। ফেব্রুয়ারির শুরু মানে শীতের (Winter) বিদায়ঘণ্টা বাজার সময়। অথচ বিদায়বেলায় যেন ঘুরে দাঁড়াচ্ছে শীত। হাওয়া অফিস সূত্রে খবর , আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রার (Temparature) পারদ আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। তার পর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আবহবিদদের ধারণা, বিদায়ের আগেই এটাই শীতের (Winter) শেষ ইনিংস।

    Weather State তাপমাত্রার পারদ পতন, শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে।

    Keshpur Jonosova পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভায় অভিষেক বন্দোপাধ্যা য় , কেন কেশপুরকে বাছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

    ”কারেন্ট’ না থাকলেও লিফ্‌ট উপরের তলায় নিয়ে যেতেই হবে”, নিয়োগ দুর্নীতি তদন্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির।

    Google পিচাইয়ের ‘দুর্দান্ত পারফরম্যান্স’-এ খুশি হয়ে গত ডিসেম্বরেই গুগ্‌ল তাঁর বেতন বিপুল অঙ্কে বাড়িয়েছে।

    Aditya Chopra ২৫ শতাংশ কমতে চলেছে পাঠানের টিকিট মূল্য, আচমকা কেন সিদ্ধান্ত নিলেন প্রযোজক আদিত্য?

    MORTE NEWS –  বাজেটে কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ ১০০০ কোটি টাকা, আদৌ পর্যাপ্ত প্রকল্পের জন্য? উঠছে প্রশ্ন।

    বাজেটে কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ ১০০০ কোটি টাকা , আদৌ পর্যাপ্ত প্রকল্পের জন্য ? উঠছে প্রশ্ন। যা বরাদ্দ করা হয়েছে তা দিয়ে সম্পূর্ণ কাজ শেষ করা যাবে বলে আমরা আশাবাদী। এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের (Metro Rail) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra)। ২০২১-‘২২ অর্থবর্ষের বাজেটে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে (East West Metro Project) কেন্দ্রের বরাদ্দ ছিল ৯০০ কোটি টাকা। গত বাজেটে ২০২২-‘২৩ সালে মেট্রোর বরাদ্দ বেড়ে হল ১১০০ কোটি টাকা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত গোটা প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments