More
    Homeঅনান্যWeather Temparature ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতায় শীতের আমেজ , প্রেম দিবসেও পারদ...

    Weather Temparature ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতায় শীতের আমেজ , প্রেম দিবসেও পারদ স্বাভাবিকের চেয়ে নীচে।

    Today Kolkata:- Weather Temperature ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতায় শীতের আমেজ। দু’দিনে অনেকটা কমল তাপমাত্রা (Temparature)। প্রেম দিবসেও পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। পরিসংখ্যান বলছে, গত দু’দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমেছে।

    Weather Bengal আগামী সপ্তাহে বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী, কার্যত শীতের বিদায়।

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Temparature) ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। এর আগে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ৬ ডিগ্রি তাপমাত্রা কমল।

    সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temparature) ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস , এই তাপমাত্রা স্বাভাবিক। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। মঙ্গলবার সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। আবহবিদেরা জানিয়েছেন, আগামী দু’দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কম থাকবে। তবে শীত স্থায়ী হওয়ার সম্ভাবনা আর নেই। চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ আবার চড়বে।

    Weather Temparature ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতায় শীতের আমেজ , প্রেম দিবসেও পারদ স্বাভাবিকের চেয়ে নীচে।

    ‘অঘোষিত জরুরি অবস্থা–BBC দপ্তরে Income Tax, Income Tax এর অভিযানকে ঘিরে ব্যঙ্গ কংগ্রেসের।

    Dilip Saha ৪৩ কোটি! সাগরদিঘী উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সম্পত্তির মূল্য , ইতিহাস কি পাল্টাতে পারবেন ‘বিত্তশালী’ দিলীপ ?

    Dilip Saha ৪৩ কোটি! সাগরদিঘী উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সম্পত্তির মূল্য , ইতিহাস কি পাল্টাতে পারবেন ‘বিত্তশালী’ দিলীপ ?

    MORE NEWS – রাজ্যপাল দিল্লিতে, নন্দিনী কোথায়? দিনভর জল্পনা রাজ্য রাজনীতিতে।

    দিনভর জল্পনায় রইলেন আইএএস নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। রবিবার রাতেই জানা যায় , তাঁকে নিজের প্রধান সচিব পদে রাখতে চান না বলে নবান্নকে (Nabanna) বার্তা পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (সিভি Anand Bose)। কিন্তু সোমবার রাত পর্যন্ত এ নিয়ে নবান্নের বক্তব্য জানা যায়নি। যদিও নবান্নের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সোমবারও রাজভবনে নিজের দফতরে দায়িত্ব সামলেছেন নন্দিনী। নিয়ম বলছে, রাজ্যপাল যদি নন্দিনীকে তাঁর প্রধান সচিব পদে রাখতে না চান তবে তিন জনের নাম প্রস্তাব করতে পারে নবান্ন। তবে সেই তিন জনের মধ্যেই কাউকে রাজ্যপাল মেনে নেবেন এমনটা না-ও হতে পারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments