More
    Homeঅনান্যWeather Update রবিবার দুই বঙ্গেই বৃষ্টির সতর্কতা, মিলবে স্বস্তি।

    Weather Update রবিবার দুই বঙ্গেই বৃষ্টির সতর্কতা, মিলবে স্বস্তি।

    Today Kolkata:-  Weather Update অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন রাজ্যবাসী। দুই বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আকাশ থাকবে মেঘলা। শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। শুক্রবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫.৭ মিলিমিটার। দক্ষিণবঙ্গে  আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার থেকে। অন্যদিকে, উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় রবিবার ও সোমবার মেঘলা আকাশ থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মালদহ ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিহারে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।

    Weather Update রবিবার দুই বঙ্গেই বৃষ্টির সতর্কতা, মিলবে স্বস্তি।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা

    MORE NEWS – বেলা বাড়তেই বদলাবে প্রকৃতির মেজাজ।

    Weather update বাচ্চাদের মতো এবার লুকোচুরি খেলা শুরু করেছে আবহাওয়া। সপ্তাহান্তে মনে হয়েছিল ঘন ঘোর বর্ষায় আগমন ঘটল। সোমবার তাও খানিকটা আবহাওয়া বৃষ্টি ভেজা থাকলেও মঙ্গলবার ফের একবার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সহ্য করতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে৷ আজকের ওয়েদার আপডেটে কিন্তু বুধবার ফের বৃষ্টির স্বস্তির ইঙ্গিত রয়েছে৷ অ্যাকুওয়েদারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি, এদিন সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে। তবে সেইসঙ্গে মেঘ রোদের খেলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments