More
    Homeঅনান্যDharna 500 days ধরনার ৫০০দিন পার, চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

    Dharna 500 days ধরনার ৫০০দিন পার, চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

    Today Kolkata:- Dharna 500 days এসএসসি দুর্নীতি  কাণ্ডে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহেই এবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে  দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবারই নিজের ক্যামাক স্ট্রিটের দফতরে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি। বিকেল সাড়ে তিনটে নাগাদ সাক্ষাৎ হওয়ার কথা। শহিদুল্লাহ নামে আন্দোলনকারী দলের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেন অভিষেক। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি, কোটি কোটি টাকা উদ্ধার, পার্থর সাসপেনশন আবহে অভিষেকের পদক্ষেপকে ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’ হিসেবে দেখছেন বিরোধীরা। একই সঙ্গে বর্তমান শিক্ষামন্ত্রীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে।

    তিনি জানিয়েছেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবির বিষয়ে নিশ্চয়ই উনি শুনেছেন। আমরা চাই যোগ্য প্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী ওঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাতে সেই সমস্যার সমাধান হবে।’’ চাকরিপ্রার্থীদের দাবি, তৃণমূল নেতৃত্বের সঙ্গেও নিজেদের অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে এর আগেও বহুবার কথা বলার চেষ্টা করেছেন তাঁরা। কিন্ত তাঁদের আন্দোলন নিয়ে খুব একটা সহমর্মিতার বার্তা আগে দেয়নি তৃণমূল নেতৃত্ব। এমনটাই অভিযোগ। এরই মধ্যে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির তল্লাশিতে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে। পার্থ চট্টোপাধ্যায়কে দল ও প্রশাসনের সব পদ থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।

    Dharna 500 days ধরনার ৫০০দিন পার, চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা

    Arpita Mukherjee সব টাকা পার্থদা’র, কর্মীরা এসে দিয়ে যেত! জেরায় বিস্ফোরক দাবি অর্পিতার।

    Weather Update পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, দেখে নিন কলকাতার ওয়েদার আপডেট৷

    এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়ে আশার আলো দেখছেন বিশেষজ্ঞ মহল। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও আন্দোলনকারীদের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার শেষ পর্যন্ত কী কথা হয়, সেটাই দেখার৷ উল্লেখ্য, আন্দোলনের ৫০০ দিন (Dharna 500 days) অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যেই। যোগ্যতা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রতিবাদে লাগাতার অনশন চলছে এসএসসি  আন্দোলনকারীদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments