More
    HomeখবরWest Bengal Chief Minister মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়ারা পেল পচা বিরিয়ানি! মুখ্যমন্ত্রীর নির্দেশে...

    West Bengal Chief Minister মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়ারা পেল পচা বিরিয়ানি! মুখ্যমন্ত্রীর নির্দেশে খাবারের ব্যবস্থা।

    Today Kolkata:- West Bengal Chief Minister মুখ্যমন্ত্রীর  সভায় যাওয়া পড়ুয়াদের পাতে ‘নষ্ট’ বিরিয়ানি? শুকনো মুখগুলি দেখে ব্যবস্থা নিলেন মমতাই। হ্যাঁ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানবিক রুপ আবার প্রকাশ্যে। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই সভায় আমন্ত্রণ ছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীর। তাতে না খেয়েই সভায় গেল এক স্কুলের পড়ুয়ারা।

    North Bengal পাহাড়ের বাসিন্দারা পেতে চলেছেন জমির পাট্টা, উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সহপাঠীদের মাধ্যমে কেউ কেউ ততক্ষণে খবর পেয়ে গিয়েছে যে, বিরিয়ানি খেতে দেওয়া হবে। খাবারের প্যাকেট খুলেই দেখা গেল, খবর ঠিক ছিল। কিন্তু জিভে এক চামচ বিরিয়ানি ঠেকাতেই মুখ ব্যাজার। স্কুল পড়ুয়াদের ‘নষ্ট’ বিরিয়ানি দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে (Siliguri Boy’s High School) দুপুরের খাবার পৌঁছতেই শোরগোল শুরু হয়। কচিকাঁচাদের হাসিখুশি মুখগুলো নিমেষে কালো হয়ে যায়। কেউ কেউ বলে , ‘‘এ তো পচা বিরিয়ানি।’’ শেষে প্যাকেটের পর প্যাকেট বিরিয়ানির জায়গা হল স্কুলের সামনে ডাস্টবিনে।

    যদিও এই খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সভার মাঝখানেই হঠাৎ পড়ুয়াদের উদ্দেশে মমতাকে (Mamata Banerjee) বলতে শোনা যায়, ‘‘খিদে পেয়েছে?’’ মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একযোগে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ তখনই তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মঞ্চের পেছনের সারিতে বসে থাকা দার্জিলিঙের জেলাশাসক ছুটে যান খাবারের বন্দোবস্ত করতে।

    West Bengal Chief Minister মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়ারা পেল পচা বিরিয়ানি! মুখ্যমন্ত্রীর নির্দেশে খাবারের ব্যবস্থা।

    North Bengal পাহাড়ের বাসিন্দারা পেতে চলেছেন জমির পাট্টা, উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Kolkata to Kuchbihar Flight Service মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা।

    MORE NEWS – আবারো ভূমিকম্প, ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি৷

    ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের (Terkey) মাটি। তুরস্কে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৬০৫। সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪। তবে তুরস্কে ফের ভূমিকম্প। এবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪। ৪৫ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে এর মধ্যে। কম্পনের (Earthquake) তীব্রতা এতটাই ছিল যে সুদূর সাইপ্রাস দ্বীপেও তা অনুভূত হয়৷ পাশাপাশি, লেবানন, ইরাক, ইজরায়েলের একাংশও কেঁপে ওঠে বলে খবর৷ ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের শহর কাহরামানমারাস৷ আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকির শহরগুলিতেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments