More
    Homeপশ্চিমবঙ্গআগামী শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ট্রেনের দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

    আগামী শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ট্রেনের দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

    আগামী শনিবার অর্থাত্‍ ১৭ জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। ওইদিনই রাজ্য যেন গণপরিবহন স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে রাজ্যকে চিঠি লিখল রাজ্য উচ্চ শিক্ষা দফতর। একই সঙ্গে, ওই দিন যাতে স্টাফ স্পেশাল ট্রেনে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওঠার অনুমতি দেওয়া হয়, সেই আবেদন জানিয়ে দিলকে চিঠি দিল রাজ্য।

    বৃহস্পতিবার উচ্চ শিক্ষা দফতরের সচিব রাজ্য প্রশাসনকে একটি চিঠি দিয়েছেন। যেখানে লেখা হয়েছে, আগামী শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। অফলাইনে পরীক্ষা-কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে তাদের সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সে দিকটা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যকে। রাস্তায় যদি পর্যাপ্ত পরিমাণে বাস চলে, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। রাজ্যজুড়ে মোট ২৭১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে ওই সময় পাওয়ার কাট না হয় পাশাপাশি আইন-শৃঙ্খলা যথাযথ থাকে সেদিকে যেন রাজ্য প্রশাসন নজর দেয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments