More
    Homeজাতীয়করোনা আতঙ্কের জেরে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল কোচবিহারের রাজবাড়ি

    করোনা আতঙ্কের জেরে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল কোচবিহারের রাজবাড়ি

    করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল কোচবিহারের রাজবাড়ি। ১৫ মে পর্যন্ত পর্যটকরা ঐতিহ্যবাহী এই পর্যটনকেন্দ্রটিতে প্রবেশ করতে পারবেন না। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের(এএসআই) অধীনে রয়েছে কোচবিহারের রাজবাড়ি। তাদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখতে প্রতিদিনই দেশ-বিদেশের বহু পর্যটক ভিড় করেন। রাজবাড়ির সঙ্গে কোচবিহারের সিংহভাগ ইতিহাস জড়িয়ে রয়েছে। একসময় এখানে থেকেই কোচবিহার রাজ্য পরিচালনা করতেন মহারাজারা। রাজপাট চুকে গেলেও রাজবাড়ি তার গরিমা ধরে রেখেছে একইভাবে। রাজবাড়ির ভিতরের জাদুঘরে আটটি ঘরে পর্যটকরা প্রবেশের সুযোগ পান। করোনা পরিস্থিতি শুরুর পর গত বছর ১৭ মার্চ পর্যটকদের জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েকমাস বন্ধ থাকার পর ফের তা খোলা হয়। তবে সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তার ফলেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল রাজবাড়ি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments