Today Kolkata:- চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar) পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী! ঘটনার জেরে বিতর্ক হুগলিতে। ভাইরাল হওয়া ছবি অনুযায়ী , গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল (Ruma Roy Pal)।
স্থানীয় সূত্রে খবর , রুমা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সদস্যা। রুমা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন কয়েক দিন আগে। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। ছবিতে দেখা যাচ্ছে বিধায়ক (MLA) অসিত খাটে শুয়ে রয়েছেন। রুমা তাঁর পা টিপে দিচ্ছেন।
যদিও ঘটনা প্রসঙ্গে বিধায়ক অসিতের সাফাই, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে,সেলাই পড়েছে একশ আটটি। সেই অবস্থায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে গিয়ে প্রচণ্ড পা ব্যথা হয় তাঁর। অসিত বলেন, ‘‘দলের কর্মী হিসাবে নয়, এক জন মেয়ে, এক জন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউয়ের (Suresh Shaw) কটাক্ষ, ‘‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ এবং ভোটের টিকিট পাওয়া যায়।’’ বিজেপির আহাম্মকরা কোনও শিক্ষা পায়নি তাই এ সব বলছে।’’ সাফাই তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। বিজেপি নেতা সুরেশের অভিযোগ, তৃণমূল বিধায়ক দলেরই এক নেত্রীর সঙ্গে ‘দাসী-বাঁদির মতো আচরণ’ করেছেন।

