More
    Homeখবরঅনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই নির্বাচনে জয়ী হলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক।

    অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই নির্বাচনে জয়ী হলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক।

    রামপুরহাট:- অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই নির্বাচনে জয়ী হলেন রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সি পি আই এম প্রার্থী সঞ্জীব মল্লিক। কার্যত বলা যেতেই পারে বীরভূম জেলায় খাতা খুললো সি পি আই এম। বীরভূম জেলায় ৫ টি পৌরসভা তৃণমূলের দখলে। ৫ টি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে জয়ী তৃণমূল শুধু মাত্র রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সি পি আই এম প্রার্থী। তিনি ১৫৩ ভোট জয়ী হয়েছে। উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি নির্বাচনের দিন ইভিএম ভাঙার অভিযোগে সি পি আই এম প্রার্থী সঞ্জীব মল্লিক-সহ দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ ফল প্রকাশের সময়ও তিনি ছিলেন জেলেই৷

    অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই নির্বাচনে জয়ী হলেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক।

    MORE NEWS – আধার কার্ড করতে ১৭ টি কুপন দেওয়া হবে, সেই কুপন নিতে ৪ দিন আগে থেকে লাইন ভাঙ্গড় পোস্ট অফিসে।

    Today Kolkata :- কেন্দ্র সরকার যতই বলুক আধার কার্ড পরিচয় পত্র সেটা এখন বাস্তবের সাথে মিল নেই এই আধার কার্ড এখন রেশন কার্ড লিংক থেকে ব্যাংক পরিষেবায় লিংকে কার্যকর হচ্ছে। তাতেই সাধারন আমজনতা নাভিশ্বাস উঠছে আধার কার্ড সংশোধন করতে ও আধার কার্ড করতে। এমন একটি ছবি দেখতে পাওয়া গেল ভাঙ্গড় পোস্ট অফিসে। সন্ধ্যা থেকে ভাঙ্গড় পোস্ট অফিসে মানুষ দাঁড়িয়ে রয়েছেন কুপন নেওয়ার জন্য।সেই কুপন দেখিয়ে আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড করতে পারবে যাদের আধার কার্ড নেই ও যারা আধার কার্ড সংশোধন করবে। CONTINUE READING

    MORE NEWS – জেলার প্রশাসনিক কর্তা মদতে পুর ভোট নিয়ে কালিমালিপ্ত হল জলপাইগুড়ি।

    Today Kolkata :- জেলার প্রশাসনিক কর্তারা এই শহরের ভূমিপুত্র নয়, কিন্তু তাদের প্রত্যক্ষ মদতে পুর ভোট নিয়ে কালিমালিপ্ত হল জলপাইগুড়ি। তাই তাদের পদত্যাগের দাবিতে পথ অবরোধ করে ধিক্কার মিছিল শহরে এসএফআই, ডিওয়াইএফআইয়ের। রবিবার জলপাইগুড়ি পুরসভার নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাস, ভোট লুঠ এবং সোমবার এসডিও কার্যালয়ে বামফ্রন্টের স্বারকলিপি প্রদানে পুলিসের নির্বিচারে লাঠিচার্জ এই দুটি ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে শহরের বুকে পথ অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি পুলিশ কর্তা এবং সদর মহকুমা শাসকের পদত্যাগ দাবি করে মিছিল করলো এসএফআই, ডিওয়াইএফআই। CONTINUE READING

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments