More
    Homeরাজ্যঅসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের পরেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমনকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার ভোরবেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সাধীন রয়েছেন তিনি। বর্ষীয়ান শিল্পীর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। কোভিড পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত রিপোর্ট আসেনি। পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন সুমন। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ তাঁকে দেখছেন। ভর্তির সময় তাঁর অক্সিজেন মাত্রা ছিল ৯০, এখন অক্সিজেন ও অন্যান্য ওষুধ চলছে। কবীর সুমনের বয়স ৭২ বছর। গিটার হাতে বাংলা গানকে নতুন দিকে বাঁক খাওয়ানো এই শিল্পী চিরকালই রাজনীতির বিষয়ে ছিলেন স্পষ্টবক্তা। বাম জমানায় কানোরিয়া জুটমিলের বাইরে তাঁর সেই সাংস্কৃতিক আন্দোলন বঙ্গ রাজনীতিতে সর্বজনবিদিত। তবে দলীয় রাজনীতির সূচনা ২০০৯ সালে। যাদবপুর থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেওছিলেন তিনি। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে মমতার সঙ্গে অন্যান্য বুদ্ধিজীবীদের মতো সুমন ছিলেন প্রথম সারির মুখ। যদিও মাঝে কয়েক বছর তৃণমূলের সঙ্গে সুমনের দূরত্ব তৈরি হয়েছিল। যদিও কয়েক বছর হল সেই দূরত্ব ঘুচেও গিয়েছে। তবে সুমন ঘনিষ্ঠ অধ্যাপক দেবব্রত গঙ্গোপাধ্যায় দ্য ওয়ালকে বলেন, আপাতত সুমনদা ভাল আছেন। কোভিডের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্‍সকরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments