More
    Homeপশ্চিমবঙ্গএলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র একবালপুর! পুলিশকে লক্ষ্য করেই চলল গুলি বর্ষণ,...

    এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র একবালপুর! পুলিশকে লক্ষ্য করেই চলল গুলি বর্ষণ, গ্রেফতার দুই

    এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র একবালপুর। কলকাতায় পুলিশকে লক্ষ্য করেই গুলি বর্ষণ। আহত হয়েছেন সঞ্জয় পান্ডা নামে এক পুলিশ কর্মী।এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা।গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে একবালপুরের ডক্টর সুধীর বসু রোড। অভিযোগ, বিবাদে জড়িয়ে পড়ে ইডলি বিকি এবং ইমরানের গোষ্ঠী। কোন দল এলাকা দখল নেবে, এ লড়াই দীর্ঘ দিনের এছড়া রয়েছে বেআইনি নির্মাণ, ভুয়ো কলসেন্টার থেকে তোলাবাজি সংক্রান্ত সমস্যাও। গত ৪ মাসে সংঘাত ক্রমশই বাড়তে থাকে। তবে শনিাবার তা মাত্রা ছাড়ায়। সেই বিবাদ ধীরে ধীরে তীব্রতর হতেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। শুরু গুলি বর্ষণ। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ। লালবাজার থেকে আশে বাড়তি ফোর্সও। দুষ্কৃতিদের সংঘর্ষ থেকে বিরত করতে গলে কলকাতা পুলিশকেই লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত হয়েছেন সঞ্জয় পান্ডা নামে এক পুলিশ কর্মী। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭ এমএম পিস্তল।

    পুলিশি সূত্রে খবর, ধৃত ওই চারজনের নাম তনভীর আলম, মহম্মদ ইমরান, মহম্মদ জাহির এবং ফরিদ আলম। এছাড়াও এফআইআরে আরও বেশ কয়েকজন দুষ্কৃতির নাম উঠেছে। তাঁদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। সকাল থেকেই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments