More
    Homeজাতীয়অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার

    অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার

    পার্শ্ববর্তী আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। এই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান ও জৈনদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করতে চলেছে কেন্দ্র। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলার অ-মুসলিম শরণার্থীদের আবেদন জানানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

    সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নিপীড়িত অ-মুসলিম সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টানরা যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তাঁদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। যদিও এই আইন এখনও কার্যকর হয়নি। ৯ এপ্রিল- ৯ জুলাইয়ের মধ্যে এই আইন কার্যকর করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ছত্তিসগড়ের দুর্গ ও বলোদাবাজার, গুজরাতের মোরবি, রাজকোট, পাটান ও ভদোদরা, রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বারমের ও সিরোহি, হরিয়ানার ফরিদাবাদ ও পঞ্জাবের জলন্ধরে বসবাসকারী শরণার্থীরা এই আবেদন করতে পারবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments