More
    Homeজাতীয়দেশের করোনা ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সেনার জন্য চালু হল অনলাইন মেডিক্যাল...

    দেশের করোনা ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সেনার জন্য চালু হল অনলাইন মেডিক্যাল কনসালটেশন সার্ভিস

    দেশের করোনা (Covid-19) ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের মধ্যে হাসপাতালের উপর বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার অনলাইন মেডিক্যাল কনসালটেশন সার্ভিস (online medical consultation service) চালু করল। ভারতীয় সেনার জন্য চালু হয়েছে এই পরিষেবা। এর মাধ্যমে জওয়ান এবং তাদের পরিবার লাভবান হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক্ষেত্রে চিকিত্‍সা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

    বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরিষবা চালু করেন। এর নাম দেওয়া হয়েছে ‘Services e-Health Assistance & Tele-consultation (SeHAT) OPD portal’। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, https://sehatopd.in/ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর পরিষেবা পাওয়া যাবে। এই অনলাইন OPD প্ল্যাটফর্ম হাসপাতালগুলির বোঝা হ্রাস করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষাবার ক্ষেত্রেও ব্যাপক সুবিধা পাবে। ভার্চুয়ালি এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়, প্রতিরক্ষা মন্ত্রী SeHAT OPD portal-কে উদ্ভাবনের অসাধারণ এক উদাহরণ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, গোটা দেশ যখন কোভিডের বিরুদ্ধে লড়াই করছে তখন এমন এক উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments