More
    Homeঅনান্যআজ কেন্দ্রের তরফ থেকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে, পাটের সমস্যা নিয়ে।

    আজ কেন্দ্রের তরফ থেকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে, পাটের সমস্যা নিয়ে।

    Today Kolkata:- আজ কেন্দ্রের তরফ থেকে যে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে পাটের সমস্যা নিয়ে সেখানে ডাকা হয়নি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং কে। তিনি বলেন তাকে ডাকা হল এ বিষয়টা ভালো হতো তিনি সমস্ত বিষয়টা জানেন পাটশিল্পের কি সমস্যা। কিন্তু ডাকা হয়নি তাকে। তাতেও কোনো ক্ষোভ নেই তার মিটিং যদি সদর্থক হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই আর যদি সদর্থক না হয় তাহলেতো আন্দোলনের পথ করা যাবে এমনটাই জানালেন অর্জুন সিং।

    আজ কেন্দ্রের তরফ থেকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে, পাটের সমস্যা নিয়ে।

    MORE NEWS – বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কমিটির 5 সদস্য ইস্তফা।

    Today Kolkata:- পুরানো বিজেপি কর্মীদের বাদ দিয়ে নতুন দলে যোগ দেয়া কর্মীদের অগ্রধিকার দেওয়ায় জেলা কমিটির পদ থেকে ইস্তফা 5 জন সদস্যের। উত্তর 24 পরগনা জেলার বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির কার্যকরী সভাপতি পুরানো বিজেপি কর্মীদের অগ্রধিকার না দিয়ে নতুনদের জায়গা দেওয়ায় রবিবার অশোকনগর এলাকায় বিজেপির এক কার্যালয় থেকে জেলার বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ালেন 5 বিজেপি কর্মী। এদিন সাংবাদিক সম্মেলনে কর্মীরা জানান মূলত বারাসাত সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি রয়েছেন তিনি নতুনদের মন্ডল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি ও বিভিন্ন পদে নতুনদের যোগদান করাচ্ছেন সেই কারণেই জেলা কমিটি থেকে পাঁচজন সদস্য এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্তফা দিলেন। পুরানো যে বিজেপি কর্মীরা রয়েছে তাদের সঠিক সম্মান দেয়া হচ্ছে না এমনটাও দাবি করেন জেলা কমিটি থেকে ইস্তফা দেওয়ার সদস্যরা। CONTINUE READING

    MORE NEWS – আজ সাড়ম্বরে উদ্বোধন হলো হালিশহর পুলিশ স্টেশন।

    Today Kolkata:- আজ সারম্বরে উদ্বোধন হলো হালিশহর পুলিশ স্টেশন, আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা আইপিএস অজয় ঠাকুর আইপিএস ধ্রুবজ্যোতি দে আইপিএস শ্রী হরি পান্ডে। উপস্থিত ছিলেন বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান রাজু সাহানির উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। CONTINUE READING

    বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে।

    কুল্পিতে রাজ্য সরকারের এগারোতম্ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসংযোগ যাত্রা।

    ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments