More
    Homeঅনান্যঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

    ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

    ঝাড়গ্রাম:– ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম গণেশ সিং, বয়স আনুমনিক ৪৫-৫০। এদিন ভোরে প্রাতকার্যে বেরিয়ে ছিলেন। ঠিক তখনই একটি হাতি তাকে শুড়ে তুলে আছাড় মারে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় গণেশবাবুর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে হাতির তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। কোনো মতেই হাতিগুলি এলাকা ছেড়ে যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বনদপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এলাকায় হাতি তাড়ানোর বনদপ্তরের হুলো পার্টি রয়েছে, তারাও হাতি তাড়ানোয় ব্যর্থ। শুধু এই ঘটনা আজকের না। দীর্ঘদিন ধরে প্রায় প্রতিদিন ব্লক এলাকা জুড়ে কাউকে না কাউকে হাতি দ্বারা মৃত্যু হচ্ছে। কিছুদিন আগেই পুকুরিয়া এলাকায় এক মহিলাকে মেরে ফেলে হাতি। এলাকাবাসীদের দাবি যতক্ষন না পর্যন্ত হাতির দলকে এই এলাকা থেকে না সরিয়ে নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত গণেশবাবুর মৃতদেহ উদ্ধার করতে দেওয়া হবে না। বনদপ্তরের লোক আসলে বনদপ্তরকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।

    ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

    MORE NEWS – বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।

    মালদাঃ-  বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরোধ করার পর পুলিশ ও ব্লক প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সোমবার মাদোহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় বাঁশের ব্যারিকেট দিয়ে বিক্ষোভে সামিল হন কয়েকশো বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বহাল অবস্থায় পড়ে রয়েছে মির্জাপুর থেকে সোনঘাট যাওয়ায় ১২ কিমি রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জল কাদায় ভরে থাকে সমগ্র রাস্তাটি। যায় ফলে ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলার যোগ্য থাকে না। এনিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও কোনো সমাধান হয়নি। যায় ফলে এদিন ওই গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান।বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু যানবাহন। CONTINUE READING

    ইংরেজ বাজার শহরের কৃষ্ণপল্লি সাব ওয়েগেট সংলগ্ন রেললাইন ধার থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার।

    বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে।

    ইছাপুরে বন্ধুত্বের টানাপোড়নের জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবতী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments