More
    Homeখবরইছাপুরে বন্ধুত্বের টানাপোড়নের জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবতী।

    ইছাপুরে বন্ধুত্বের টানাপোড়নের জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবতী।

    Today Kolkata:- কয়েকদিন ধরে বন্ধুত্বের টানাপোড়ন চলছিল। শনিবার রাতে বান্ধবীর বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক যুবতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ সি ব্লকে। মৃতার নাম চর্চিতা ব্যানার্জি ( ২০)। তাঁর বাড়ি ব্যারাকপুর পঞ্চাননতলায়। চর্চিতা বিউটিশিয়ান কোর্স করছিল। মৃতার বান্ধবী নবনীতা দাস জানায়, ফেসবুকে চর্চিতার সঙ্গে আলাপ হয়েছিল। উভয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। দুজন দুজনের বাড়িতে যাতায়াত করতো। এদিন রাতে মায়ের সঙ্গে স্কাউট থেকে এসে দেখি চর্চিতা দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে বলছিল কথা বল। তখন নবনীতা কথা বলতে অরাজি ছিল। তারপর নবনীতা পিসির বাড়ি চলে যায়। কিছুক্ষন বাদে স্থানীয় এক যুবক আগুন বলে চিৎকার করে ওঠে। দেখা যায় নবনীতাদের বাড়ির ওপর তলায় গায়ে আগুন লাগিয়েছে চর্চিতা। ঝলসানো অবস্থায় ওকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইছাপুরে বন্ধুত্বের,ইছাপুরে বন্ধুত্বের

    ইছাপুরে বন্ধুত্বের টানাপোড়নের জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবতী।

    MORE NEWS – মদ্যপানে আপত্তি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবক।

    চাঁচল:- বাড়ির পাশে আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের বিরস্থোলি উত্তর পাড়া এলাকায়। মৃত যুবকের নাম রাজু দাস (২৬)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের বিরস্থলী এলাকায় পেশাই শ্রমিক রাজু দাস। প্রায় দু-তিন বছর ধরে মদের নেশায় আসক্ত থাকতেন ওই যুবক। আর এই নিয়ে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। গতকাল মদ্যপান করা নিয়ে বাবা-মার সঙ্গে বচসা আর যার জেরে বাড়ি থেকে বেরিয়ে আম বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক বলে অনুমান পরিবারের। CONTINUE READING

    IIT আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময়, দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি।

    জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলা প্রতিটি থানার পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার,পথবন্ধু ,অ্যাম্বুলেন্স।

    ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদ মধুছন্দা মন্ডল।

    টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা, সেলিম সাহাজিকে গুলি করে খুন করা হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments