More
    Homeখবররান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ বেলঘড়িয়া।

    রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ বেলঘড়িয়া।

    Today Kolkata:- গতকাল রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে শহর কলকাতা এরই প্রতিবাদে আজ বেলঘড়িয়া দেশপ্রিয় নগর অভিনব প্রতিবাদে সামিল হলে মহিলা থেকে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার উদ্যোগে ঘুটে এবং কয়লা দিয়ে উনুন জালানো হয় এবং তাতে রান্না করা হয়।এরপরই বাড়ি বাড়ি গিয়ে কয়লা ও ঘুটে বিতরণ করা হয়। এই প্রতিবাদ থেকে কেন্দ্র সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা চালায় প্রতিবাদে অংশ নেওয়া মহিলারা। এদিন প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলা হয়।

    রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ বেলঘড়িয়া।

    MORE NEWS – এখনো সত্যতা রয়েছে, এমনি ছবি উঠে এলো মালদা মেডিকেল কলেজে।

    মালদাঃ- এখনো সত্যতা রয়েছে এমনি ছবি উঠে এলো মালদা মেডিকেল কলেজে কোলের সন্তানকে চিকিৎসা করাতে নিয়ে এসে জরুরি বিভাগের সামনে অসতর্ক বসত পড়ে গিয়েছিল টাকার ব্যাগ। আর সেটি কুড়িয়ে পাওয়ার পর মেডিকেল কলেজের অস্থায়ী কর্মী অরুণ সাহা ফিরিয়ে দিলেন ওই শিশুর পরিবারকে। শনিবার দুপুরে এই ঘটনায় মালদা মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের ওই অস্থায়ী কর্মী অরুণ সাহার এই কাজের প্রশংসা করেছেন ওই শিশুর পরিবার সহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার অমৃতি এলাকার বাসিন্দা সাগর মন্ডল তার পুত্র সন্তানকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তি করাতে নিয়ে এসেছিলেন। জরুরি বিভাগের কাছে সাগরবাবুর দুই হাজার টাকা ভর্তি মানিব্যাগ পড়ে যায়। CONTINUE READING

    Online অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ, সল্টলেক রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সামনে।

    জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলা প্রতিটি থানার পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার,পথবন্ধু ,অ্যাম্বুলেন্স।

    IIT আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময়, দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি।

    অলচিকি লিপির শ্রষ্টা পন্ডিৎ রঘুনাথ মুরমুর ১১৮ তম জন্মজয়ন্তী উদযাপন করল পথ মিছিলের মাধ্যমে।

    বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

    কার্শিয়াং এর হিল তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়াকার্স ইউনিয়ন আজ কার্শিয়াংএ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল।

    ছোটজাগুলিয়া আর মামাবাড়িতে পুকুরে ডুবে মৃত্যু হল তরুণের, উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

    মদ্যপানে আপত্তি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments