More
    HomeখবরIIT আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময়, দুর্ঘটনার কবলে পড়ল...

    IIT আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময়, দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি।

    Today Kolkata:- আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক খাকুড়দার রাজ্য সড়কের আসদা এলাকায়। ঘটনায় জানা যায় আজ খড়্গপুর থেকে একটি মারুতি গাড়ি ভাড়া করে খড়গপুর আইআইটির দুই পড়ুয়া দিঘা যাওয়ার সময় বেলদা থেকে খাকুড়দাগামী রাজ্য সড়কের আসদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ইঞ্জিন রিকশার পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গাড়িটির বামদিকের সামনের অংশের চাকা ফেটে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। সেইসঙ্গে ইঞ্জিন রিকশাটিও সামান্য ক্ষয়ক্ষতি হয়। আর এই ঘটনায় ইঞ্জিন রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন চালক খগেন দিন্দা। বাড়ি বেলদা থানার সরিষা এলাকার। সেই সঙ্গে আহত হন মারুতি গাড়ির ড্রাইভার শংকর মিশ্র। IIT, IIT, IIT

    বাড়ি খড়্গপুর এলাকায়। তবে মারুতি গাড়ির ভেতরে থাকা দুই আইটি পড়ুয়া অক্ষত অবস্থায় ছিল বলে জানা গেছে। আর এই ঘটনার পর আহত দুই চালককে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় এক নার্সিংহোমে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ প্রশাসন। ইতিমধ্যে মারুতি গাড়ি ও তার ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা নাকি অন্য কিছু সে দিকেও নজর রেখেছেন পুলিশ প্রশাসন।

    IIT আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময়, দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি।

    MORE NEWS – শতাব্দী প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির এর পুনর্নির্মাণ।

    মালদা:- শতাব্দী প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির এর পুনর্নির্মাণ। মালদা শহরের নেতাজি মোড় এলাকায় ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহযোগিতায় মালদা ইসকন এর উদ্যোগে লক্ষীনারায়ন মন্দিরের পুনর্নির্মাণ করা হয়।
    শুক্রবার সকাল দশটা নাগাদ, মন্দিরে শুরু হয় পূজার্চনা। প্রতিষ্ঠা করা হয় লক্ষীনারায়ন বিগ্রহ। মায়াপুর ইসকনের ভক্ত এবং বিদেশ থেকে বহু ভক্ত উপস্থিত হয়েছিলেন লক্ষীনারায়ন মন্দিরে। এদিন সকাল থেকে নাম সংকীর্তন এর মাধ্যমে শুরু হয় পূজার্চনা। শনিবার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় ইসকন মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
    কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বহুদিন আগে মাদ্রাজের সেবায়েত লক্ষীনারায়ন মন্দিরে পূজা করতেন। তারা চলে যাবার পর অবহেলায় পড়ে ছিল লক্ষী নারায়ন মন্দিরটি। CONTINUE READING

    মুর্শিদাবাদের জেলার বহরমপুরে খুন মালদহের ছাত্রী নাম সুতপা চৌধুরী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments