More
    Homeখবরগ্রামীণ হাসপাতালের ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর।

    গ্রামীণ হাসপাতালের ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর।

    মালদা:- ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অমৃতি নিয়ামারপুরের কৃষ্ণনগর এলাকায়। মৃত স্বাস্থ্যকর্মীর নাম পিকান্ত মন্ডল বয়স (২৫) বছর। পরিবারে রয়েছে বাবা রাকেশ মণ্ডল। পিকান্ত স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালের গ্রুপডির স্বাস্থ্যকর্মী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে অন্যান্য দিনের মত বাড়িতে ইলেকট্রিক মোটর দিয়ে জল তোলার কাজ করছিলেন। সেই সময় হঠাৎই তার হাতে কারেন্ট লেগে যায় বলে জানা যায়। স্থানীয়রা তার চিৎকারে ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা স্বাস্থ্যকর্মী কে মৃত বলে ঘোষণা করে। মৃত দেহ টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্বাস্থ্যকর্মীর পরিবার সহ গোটা গ্রামের।

    গ্রামীণ হাসপাতালের ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর।

    MORE NEWS – ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদ মধুছন্দা মন্ডল।

    মালদা,৬ মে:-  ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন মালদার বিশিষ্ট শিক্ষিকা তথা পরিবেশবিদ মধুছন্দা মন্ডল। তাঁর দীর্ঘদিনের সমীক্ষায় উঠে এসেছে, ঘরে অথবা চার চাকার গাড়িতে বেশ কিছু প্রজাতির গাছ রাখলে সেগুলি এসি অথবা কুলারের মতোন  কাজ করে। কমপক্ষে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম হয় সেই সব প্রজাতির গাছ। ফলে বিশ্ব উষ্ণায়নের যুগে তীব্র গরম থেকে বাঁচতে বেশকিছু প্রজাতির গাছ লাগানোর ক্ষেত্রে মানুষকে প্রচার চালানো শুরু করেছেন মালদার বিশিষ্ট শিক্ষিকা মধুছন্দা মন্ডল। মালদা শহরের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা ওই হাইস্কুল শিক্ষিকা মধুছন্দা মন্ডল বলেন, প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন এখন নিজেদের অক্সিজেন নিজেরা তৈরি করলে পৃথিবী হয়তো কিছুটা রক্ষা পেতে পারে।  কোন কৃত্রিম উপায়ে নয়। মানি প্লান্ট, ড্রাকিলা, এরিকা পাম্প, বাম্বু পাম্প, ফিকাশ, বেঞ্জামিনা, ছোট রবার গাছ, স্পাইডার প্ল্যান্ট, সাকুলেন্ট, বেলি, জেড প্ল্যান্ট, পিস লিলি, অ্যালোভেরা, তুলসী, স্নেক প্ল্যান্ট এই ধরনের বিভিন্ন প্রজাতির ছোট গাছ আছে। CONTINUE READING

    চন্দননগর পুলিশ কমিশনার আন্ডারে 10 টি “WINERS” ওমেন্স পুলিশ বাইক পেট্রোল সার্ভিসের সূচনা হল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments