More
    HomeখবরOnline অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ, সল্টলেক রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সামনে।

    Online অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ, সল্টলেক রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সামনে।

    Today Kolkata:- পড়ুয়াদের দাবি, সিলেবাস কমপ্লিট না করেই পরীক্ষার দিন ঘোষণা। আগামী 15 ই মে থেকে রবীন্দ্রভারতীর ডিস্ট্যান্স পড়ুয়াদের পরীক্ষা। তিন দিন মাত্র অফলাইনে ক্লাস হয়েছে বাকি ক্লাস অনলাইনেই হয়েছে, সিলেবাস কমপ্লিট করানো হয়নি এখনও পাশাপাশি আরো অভিযোগ যে একদিনে দুটো করে পরীক্ষা রাখা হয়েছে তাই এই পরীক্ষা যাতে অনলাইনে করানো হয় সেই দাবি নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ সল্টলেক রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সামনে। বিক্ষোভকারীরা জানায় তাদের দাবি না মানা হলে এই পরীক্ষা তারা বয়কট করবে পাশাপাশি ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে তারা। Online, Online, Online

    Online অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ, সল্টলেক রবীন্দ্রভারতী ক্যাম্পাসের সামনে।

    MORE NEWS – IIT আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময়, দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি।

    Today Kolkata:- আইআইটির দুই পড়ুয়াকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক খাকুড়দার রাজ্য সড়কের আসদা এলাকায়। ঘটনায় জানা যায় আজ খড়্গপুর থেকে একটি মারুতি গাড়ি ভাড়া করে খড়গপুর আইআইটির দুই পড়ুয়া দিঘা যাওয়ার সময় বেলদা থেকে খাকুড়দাগামী রাজ্য সড়কের আসদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ইঞ্জিন রিকশার পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গাড়িটির বামদিকের সামনের অংশের চাকা ফেটে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। সেইসঙ্গে ইঞ্জিন রিকশাটিও সামান্য ক্ষয়ক্ষতি হয়। আর এই ঘটনায় ইঞ্জিন রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন চালক খগেন দিন্দা। বাড়ি বেলদা থানার সরিষা এলাকার। সেই সঙ্গে আহত হন মারুতি গাড়ির ড্রাইভার শংকর মিশ্র। CONTINUE READING

    MORE NEWS – পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Today Kolkata:- আগামী 10 তারিখ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 ও 11 এই দুদিন মেদিনীপুরে থাকবেন তিনি। 10 তারিখ রয়েছে প্রশাসনিক বৈঠক 11 তারিখ দলীয় কর্মসূচি। মেদিনীপুর কলেজ মাঠে দলীয় সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা সাংগঠনিক জেলা নেতৃত্ব নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে নিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। CONTINUE READING

    ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদ মধুছন্দা মন্ডল।

    টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা, সেলিম সাহাজিকে গুলি করে খুন করা হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments