More
    Homeখবরটিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা, সেলিম সাহাজিকে গুলি করে খুন করা...

    টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা, সেলিম সাহাজিকে গুলি করে খুন করা হয়।

    Today Kolkata:- টিটাগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম সাহাজি (১৮) গতকাল রাতে গুলি করে খুন করা হয়। রাতের বেলা ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাবা সমর সাহাজি সন্দেহ ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতী র বিরুদ্ধে। ওদের নামে খুনের অভিযোগ। এরা নয়াবস্তির বাসিন্দা। এরা সেলিমের বাবা সমরের কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় সমরকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গতকাল সন্ধ্যা বেলা সে বন্ধুদের সাথে মোরোল পাড়ার মেলাতে যায়। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা তাকে ফোন করে, সেলিম জানায় সে বাড়ি আসছে। তারপর তার বাড়ির সামনে স্টেশনের কাছে ওকে পরে থাকতে দেখা যায়। ওর পিঠে গুলি করার চিহ্ন পাওয়া গেছে। রহড়া থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ।

    টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা, সেলিম সাহাজিকে গুলি করে খুন করা হয়।

    MORE NEWS – বস্ত্র বিতরণ  অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।

    Today Kolkata:- বস্ত্র বিতরণ  অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। পাশাপাশি তিনি রাজ্য সরকারের অভূতপূর্ব উন্নয়নমূলক সাফল্যের খতিয়ান দিলেন এই অনুষ্ঠানে। এমনকি সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সকলের পাশে থাকার সংগ্রাম চালিয়ে যাবার প্রেরণা দিলেন তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। প্রসঙ্গত ঈদ উপলক্ষে হাওড়ার ডোমজুড়ের গড়বাগান সেবায়ন সমিতিতে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে এই কথাগুলো জানান বিধায়ক। CONTINUE READING

    MORE NEWS – সালারে পথদুর্ঘটনায় মৃত 2 আহত 1।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার সালিন্দা এলাকায় বৃহস্পতিবারের দিন বিকেলে মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের এবং আহত হলেন আরো 1 জন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে একটি মোটর বাইকে করে সাহেদ শেখ, ধুলু শেখ ও কায়েদ শেখ নামের তিন ব্যক্তি যাচ্ছিল তখনি সালিন্দা এলাকায় অপর দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments