More
    HomeখবরTET টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি।

    TET টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি।

    শিলিগুড়ি:- টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি। তাই চাকরিতে নিয়োগের দাবিতে টেট (টিচারস এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। শুক্রবার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একতা মঞ্চের তরফে ওই উত্তরকন্যা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা যেতে গেলে তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছতেই পুলিশ ওই মিছিল আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। তীব্র গরমে ধ্বস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন পড়ুয়া। মিছিলটি জোর করে পুলিশ তুলতে গেলে পরিস্থিতি সাময়িকভাবে আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে পাঁচ বিক্ষোভকারীকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুমতি দেয় পুলিশ। TET,TET,TET

    TET টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি।

    MORE NEWS – টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা, সেলিম সাহাজিকে গুলি করে খুন করা হয়।

    Today Kolkata:- টিটাগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগর গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম সাহাজি (১৮) গতকাল রাতে গুলি করে খুন করা হয়। রাতের বেলা ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাবা সমর সাহাজি সন্দেহ ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতী র বিরুদ্ধে। ওদের নামে খুনের অভিযোগ। এরা নয়াবস্তির বাসিন্দা। এরা সেলিমের বাবা সমরের কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় সমরকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গতকাল সন্ধ্যা বেলা সে বন্ধুদের সাথে মোরোল পাড়ার মেলাতে যায়। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা তাকে ফোন করে, সেলিম জানায় সে বাড়ি আসছে। তারপর তার বাড়ির সামনে স্টেশনের কাছে ওকে পরে থাকতে দেখা যায়। CONTINUE READING

    বস্ত্র বিতরণ  অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।

    আদিবাসীদের সাঁওতালি ভাষার প্রতিষ্ঠাতা পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধাঞ্জলি।

    নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা মরলো মোটর বাইক, ঘটনাস্থলেই মৃত্যু এক বাইক আরোহী।

    ত্রিনয়নী আশ্রমের শ্যামাপূজা ও মনসা দেবীর মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালিত হয় মহা সমারোহে।

    সালারে পথদুর্ঘটনায় মৃত 2 আহত 1।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments