More
    Homeঅনান্যবেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।

    বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।

    মালদাঃ-  বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরোধ করার পর পুলিশ ও ব্লক প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সোমবার মাদোহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় বাঁশের ব্যারিকেট দিয়ে বিক্ষোভে সামিল হন কয়েকশো বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বহাল অবস্থায় পড়ে রয়েছে মির্জাপুর থেকে সোনঘাট যাওয়ায় ১২ কিমি রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জল কাদায় ভরে থাকে সমগ্র রাস্তাটি। যায় ফলে ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলার যোগ্য থাকে না। এনিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও কোনো সমাধান হয়নি। যায় ফলে এদিন ওই গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান।বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বামনগোলা থানার পুলিশ। ছুটে যান বিদিও রাজু কুন্ডু। পুলিশ ও বিডিও গ্রাম বাসীদের রাস্তা সংস্কার নিয়ে আস্বাস দেওয়ায় পরেই বিক্ষোভ তুলে নেন।

    বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।

    MORE NEWS – পাণ্ডবেশ্বর রেল গেট সংলগ্ন রাস্তার বেহাল দশা।

    Today Kolkata:- পাণ্ডবেশ্বর রেল গেট সংলগ্ন রাস্তার বেহাল দশা। বাড়ছে দূর্ঘটনা, যানজটের কারণে নাকাল অবস্থা পথচারীদের। আন্ডারপাস ও রাস্তা সংস্কারের দাবি। পাণ্ডবেশ্বর রেল গেট সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে সরব স্থানীয় ও পথচারীরা। রেলগেটের এক পাশে রয়েছে বৈদ্যনাথপুর পঞ্চায়েত, পোস্ট অফিস, পাণ্ডবেশ্বর বাজার, বিডিও অফিস সহ একাধিক স্কুল । অন্য পাড়ে রয়েছে থানা, কলেজ। এই রাস্তা ধরেই পৌঁছানো যায় গোগলা, গৌরবাজার, লাউদোহা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটির রেল গেটের সামনের অংশের বেশ কিছুটা রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরা রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। বর্ষাকালে রাস্তাটি জলাশয় এর আকার নেই। দিনের বেশিরভাগ সময় রেলগেট বন্ধ, CONTINUE READING

    MORE NEWS – গয়েশপুর তৃনমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্ত দান শিবির।

    Today Kolkata:- এদিন গয়েশপুর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির, প্রসঙ্গত আজ থ্যালসমিয়া দিবস, এই গুরুত্বপূর্ণ দিনে এদিন রক্তের অভাব কিছুটা পূরণ করার প্রচেষ্টায় এই রক্তদান উৎসব। এদিন দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, গয়েশপুর তৃনমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments