More
    Homeঅনান্যগয়েশপুর তৃনমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্ত দান শিবির।

    গয়েশপুর তৃনমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্ত দান শিবির।

    Today Kolkata:- এদিন গয়েশপুর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির, প্রসঙ্গত আজ থ্যালসমিয়া দিবস, এই গুরুত্বপূর্ণ দিনে এদিন রক্তের অভাব কিছুটা পূরণ করার প্রচেষ্টায় এই রক্তদান উৎসব। এদিন দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, গয়েশপুর তৃনমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, মানিক পাল সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ একাধিক নেতৃত্ব। এদিন অনুষ্ঠান পরিচালনা করেন গয়েশপুর তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি প্রসেনজিৎ সরকার।

    গয়েশপুর তৃনমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্ত দান শিবির।

    MORE NEWS – এখনো সত্যতা রয়েছে, এমনি ছবি উঠে এলো মালদা মেডিকেল কলেজে।

    মালদাঃ- এখনো সত্যতা রয়েছে এমনি ছবি উঠে এলো মালদা মেডিকেল কলেজে কোলের সন্তানকে চিকিৎসা করাতে নিয়ে এসে জরুরি বিভাগের সামনে অসতর্ক বসত পড়ে গিয়েছিল টাকার ব্যাগ। আর সেটি কুড়িয়ে পাওয়ার পর মেডিকেল কলেজের অস্থায়ী কর্মী অরুণ সাহা ফিরিয়ে দিলেন ওই শিশুর পরিবারকে। শনিবার দুপুরে এই ঘটনায় মালদা মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের ওই অস্থায়ী কর্মী অরুণ সাহার এই কাজের প্রশংসা করেছেন ওই শিশুর পরিবার সহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার অমৃতি এলাকার বাসিন্দা সাগর মন্ডল তার পুত্র সন্তানকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তি করাতে নিয়ে এসেছিলেন। জরুরি বিভাগের কাছে সাগরবাবুর দুই হাজার টাকা ভর্তি মানিব্যাগ পড়ে যায়। CONTINUE READING

    MORE NEWS – বট ও পাকুড় গাছের এক সাথে জন্ম তুলসী থানের উপরে সেই গাছের বিয়ে দিলেন এক ব্যাক্তি।

    মালদাঃ- বট ও পাকুড় গাছের এক সাথে জন্ম তুলসী থানের উপরে সেই গাছের বিয়ে দিলেন এক ব্যাক্তি। হবিবপুর ব্লকের আইহো লালচাঁদপুর এলাকায় দুলাল হালদারের বাড়িতে প্রায় দশ বছর আগে তাদের বাড়ির উঠানে তুলসী থানে বট পাকুড় গাছের একসাথে জন্ম হয়। পুরান রীতি মেনে শুক্রবার বিয়েতে মাতলো দুলাল বাু ও গ্রামের লোকেরা বিয়ের রীতি মেনে বাজনা বাজিয়ে সাধারণ মানুষের বিয়ের মতো করে পুরোহিত ডেকে বট পাকুড় গাছের বিয়ে দিলেন। এদিন এই বিয়ের আয়োজনে কোন কমতি ছিল না। গান বাজনা বাজিয়ে নদীতে জল ভরা থেকে শুরু করে হলুদ, ধান কুটা, হিন্দু শাস্ত্রের সমস্ত বিধি অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ করা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments