More
    Homeখবরআবারও গাজোলে প্রাচীন মূর্তি উদ্ধার

    আবারও গাজোলে প্রাচীন মূর্তি উদ্ধার

    Today Kolkata:-  আবারও গাজোলে প্রাচীন মূর্তি উদ্ধার । আগের ন্যায় এবারেও পুকুর সংস্কার করতে গিয়ে এই মূর্তিটিও উদ্ধার হয়েছে। ঘটনাটি মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাগদিঘি গ্রামে। বুধবার সকালে ট্র্যাক্টর থেকে মাটি ফেলতে গিয়ে মূর্তিটি সকলের নজরে আসে। তবে এর আগে যে মূর্তিটি উদ্ধার হয়েছে তার থেকে এই মূর্তিটি সম্পূর্ণ আলাদা। অনুমান করা যাচ্ছে এটি ভৈরব মূর্তি। পুলিশ মূর্তিটি উদ্ধার করে গাজোল থানায় নিয়ে যায়।

    Kolkata High Court মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা এখনই নয়, আদালতের নির্দেশে অপেক্ষায় বিকাশ।

    জানা গিয়েছে, মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাগদিঘি গ্রামে গোলাপ রায় নামে এক ব্যক্তির পুকুর খনন করা হচ্ছিল । ট্র্যাক্টরে সেই মাটি বহন করছিলেন নীতিশ মণ্ডল নামে এক ব্যক্তি। নীতিশ বাবু জানান, মঙ্গলবার রাতে নিজের বাড়ির জন্য এক ট্র্যাক্টর মাটি নিয়ে এসেছিলেন তিনি। এদিন সকালে ট্র্যাক্টরের মাটি পরিষ্কার করতে গিয়ে একটি পাথর দেখতে পান। পাথরটি উল্টাতেই মূর্তিটি চোখে পড়ে। এরপরই পুলিশের খবর দেন তিনি। পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    Manish Kothari দীর্ঘক্ষণ জেরা, বয়ানে অসঙ্গতি, গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের হিসারক্ষক মণীশ কোঠারি।

    প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসের শেষে গাজলের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের ভাদোর গ্রাম থেকে দুটি মূর্তি উদ্ধার হয়েছিল। সেই মূর্তি দুটিও ছিল প্রাচীন যুগের। তবে উদ্ধার করা এই মূর্তিটি কতদিনের পুরনো তা ঐতিহাসিকরাই সঠিক বলতে পারবেন।

     

    MORE NEWS – “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি – প্রত্যেকেই কালীঘাটের কাকুর কথা উল্লেখ করেছিলেন। এই কালীঘাটের কাকু আদতে বেহালার বাসিন্দা। তার মোট ছটি কোম্পানি রয়েছে। তার মধ্যে যেমন’সলিটায়ার প্লেসমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড’। কাকু নিজেই ডিরেক্টর ছিলেন। যেটি এখন বন্ধ রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments