More
    Homeখবরআসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সতুঘ্ন সিন্হা।

    আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সতুঘ্ন সিন্হা।

    Today Kolkata:- প্রধানমন্ত্রী বারানসী থেকে ভোটে লড়তে পারেন ,তাহলে আমি আউট সাইটার কি করে বলছে । রবিবার সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দরে নেমে এমনটাই প্রতিক্রিয়া দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সতুঘ্ন সিন্হা। রবিবার সন্ধ্যায় তিনি অন্ডাল বিমানবন্দরে এসে নামেন, সতুঘ্ন সিন্হাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বেন্দাপাধ্যায়, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ একাধিক তৃণমূলের কর্মী সর্মথকরা।বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে পদত্যাগ করার পরে আসানসোল লোকসভা কেন্দ্রে আগামী 12 এপ্রিল উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সতুঘ্ন সিন্হা বলেন, এখানে বাংলার মুখ্যমন্ত্রী ট্রুলিডার মমতা ব্যানার্জির জয়লাভ হবে।

    আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সতুঘ্ন সিন্হা।

    MOPRE NEWS – আজ সকালে বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে মেদিনীপুর মহাবিদ্যালয়ের ১৫০তম প্রতিস্ঠা বর্ষ উদযাপন উৎসব শুরু হয়েছে।

    Today Kolkata:- আজ সকালে বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে মেদিনীপুর মহাবিদ্যালয়ের ১৫০তম প্রতিস্ঠা বর্ষ উদযাপন উৎসব শুরু হয়েছে। পরে এই স্বশাসিত মহাবিদ্যালয়ের প্রাক্তনী তথা রাজ্য মন্ত্রিসভার বর্তমান তিনজন মন্ত্রী, যথাক্রমে সৌমেন মহাপাত্র, হুমায়ুন কবির ও শ্রীকান্ত মাহাতোদের উপস্থিতিতে এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজ থেকে 26 তারিখ পর্যন্ত সাতদিন ধরে লাগাতার বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এই কলেজের 150 তম জন্ম দিবস জানুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির জন্য বর্ষপূর্তি অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল, CONTINUE READING

    MORE NEWS – জয় শ্রীরাম ও জয় বাংলা শ্লোগানে সরগরম হল মেদিনীপুর স্টেশন।

    মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর:- জয় শ্রীরাম ও জয় বাংলা শ্লোগানে সরগরম হল মেদিনীপুর স্টেশন। সৌজন্যতা বোধের রাজনীতির পক্ষেই মন্তব্য করলেন সাংসদ, বিধায়ক দুজনেই। দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম স্টেশন মেদিনীপুরের দ্বিতীয় ফুট ওভারব্রিজের উদ্বোধনে এলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি রেল আধিকারিকদের সঙ্গে নিয়ে এই ফুট ওভার ব্রিজের উদ্বোধন করেন। প্রসঙ্গক্রমে বলা যায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে রেল স্টেশনে বহুদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি উঠেছিল।কারণ এই স্টেশন দিয়ে 19 জোড়া এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে 16 জোড়া প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে যাত্রীদের নিয়ে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments