More
    Homeখবরইলেকট্রিক তারে ঠেকে পাট বোঝাই গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো একটি...

    ইলেকট্রিক তারে ঠেকে পাট বোঝাই গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো একটি গ্রাম সহ পাট বোঝায় গাড়ি।

    মালদাঃ- ইলেকট্রিক তারে ঠেকে পাট বোঝাই গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো একটি গ্রাম সহ পাট বোঝায় গাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে হবিবপুর থানার অন্তগত বুলবুলচন্ডী ৩ নম্বর কেন্দুয়া এলাকায় গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট রাস্তার সেই রাস্তায় পাট বোঝায় গাড়ি টি উপরে ইলেকট্রিকের তার ঠেকে গিয়ে আগুন জ্বালতে থাকে। স্থানীয় সূত্রে খবর একটি ৪০৭ গাড়িতে পাট বোঝাই করে নিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক তারে ঠেকে আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। পাট বোঝাই গাড়িটি হঠাৎ করে গ্রামবাসীদের নজরে আসতে তড়িঘড়ি গ্রামবাসীরা গাড়ি টিকে দার করিয়ে পাশে থাকা পুকুর থেকে জল নিয়ে নিভানোর চেষ্টা করে। এবং পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় দমকলকে, ডোমকল আসার আগেই গ্রামবাসীদের তৎপরতায় অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভাই।গ্রামবাসী বলেন, তেমন কিছু ক্ষতি না হলেও, অল্পের জন্য বড়োসড়ো ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেলো গাড়ি সহ কয়েকটি গ্রাম।

    ইলেকট্রিক তারে ঠেকে পাট বোঝাই গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো একটি গ্রাম সহ পাট বোঝায় গাড়ি।

    MORE NEWS- প্রথাগত তালিমের দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।

    Today Kolkata :- ইনফরমাল নয় ফরমাল ট্রেনিংয়ের ব্যাবস্থা করুক স্বাস্থ্য দপ্তর। সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কাছে তাদের এই দাবী জানালেন তৃনমুল প্রভাবিত গ্রামীন চিকিৎসক দের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ইনফরমাল হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারস এস্যোসিয়েশনের সদস্যরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গ্রামীন চিকিৎসক দের ৬ মাসের ইনফরমাল ট্রেনিং এর ব্যাবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষনাকে স্বাগত জানাবার পাশাপাশি প্রথাগত ট্রেনিং এর দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।রবিবার দুপুরে জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেটের হলে জেলা সম্মেলন করেন তৃনমূল প্রভাবিত গ্রামীন চিকিৎসকেরা। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দেড় শতাধিক গ্রামীন চিকিৎসক উপস্থিত হয়। প্রথাগত তালিমের

    সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন রহমান বলেন গ্রামে গঞ্জে রাতে বিরেতে সাধারন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হলে মানুষ এখোনও তাদের কাছে আগে ছুটে আসে। করোনা সংক্রমণের সময় যখন বিশিষ্ট চিকিৎসকদের গ্রামে গঞ্জে দেখা যায়নি তখন তারাই গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিসেবা দিয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments