More
    Homeখবরউচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত পর্ষদের।

    উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত পর্ষদের।

    Today Kolkata:- রামপুরহাটের বগটুই গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে উচ্চশিক্ষা সংসদের তরফে, জানালেন উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, পরীক্ষা শুরু হতে এখনও হাতে রয়েছে বেশ কয়েক দিন। ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকারের সাথে কথা বলা হবে। যাতে বগটুই এবং পার্শ্ববর্তী এলাকার পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হবে সংসদের তরফে। প্রসঙ্গত এপ্রিল মাসের ২ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বুধবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে পরীক্ষা প্রস্তুতি নিয়ে মেদিনীপুরে এক বৈঠকে যোগ দিতে আসেন সংসদ সভাপতি। মেদিনীপুর আঞ্চলিক বিভাগের অন্তর্গত শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সংসদ সভাপতি। বৈঠক শেষে তিনি জানান, চলতি বর্ষে ৬৭২৭ টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। যা গতবারের তুলনায় তিন গুণ বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা , উচ্চ মাধ্যমিক পরীক্ষা

    যেহেতু প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই থাকছে একজন করে বিশেষ পর্যবেক্ষক। চলতি মরশুমে হোম সেন্টার এই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একইসাথে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে থাকবে খবর সিসিটিভি র নজরদারি এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা। সবমিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিয়ে যাতে কোনোভাবেই কোনো বিপত্তি না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে সংসদের তরফে, জানালেন সংসদ সভাপতি।

    উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত পর্ষদের।

    MORE NEWS – মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সচেতননেতা শিবির।

    মালদাঃ- মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সচেতননেতা শিবির,মঙ্গলবার সকালে জেলা পুলিশ ও হবিবপুর থানার সহযোগিতায় বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ডে পথনাটক মধ্য দিয়ে এদিন ব্লু চন্ডী অঞ্চলের বাসিন্দাদের সচেতনতা করলেন মালদা জেলা পুলিশ পথনাটক এর মধ্যে দিয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন পুলিশ প্রশাসন।এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয় নারী পাচার প্রতিরোধ,১৮বয়সের নিচে বিয়ে নয়, আগে শিক্ষা পরে বিয়ে।বাইক চালানোর জন্য হেলমেট ব্যবহারনকরুন,
    , ডাইনী প্রথা নিবারণ সহ এটিএম জালিয়াতি হাত থেকে বাচার বিভিন্ন ধরনের সচেতন করলেন পথ নাট্য মধ্যেমে তুলে ধরেন জেলা পুলিশ। সকাল নটায় টায় বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ডে কউকথা কলকাতা নাট্য দলের শিল্পী সমন্বয়ে এই নাট্য পরিবেশন হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments