More
    Homeখবরএকাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে মিছিল ও পথসভা আদিবাসী সংগঠন ভারত জাকাত...

    একাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে মিছিল ও পথসভা আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের

    নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে প্রাথমিক বিদ্যালয় সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিতে চালুর দাবি ও জাহের থানের পাট্টা রেকর্ড সহ একাধিক দাবি নিয়ে মিছিল ও পথসভা করল ভারত জাকাত মাঝি পারগানা মহল নামে আদিবাসী সংগঠন । জানা গিয়েছে এই দিন বুড়গি মুলুক গড়বেতা ১ নম্বর ব্লক ও ৩ নম্বর ব্লক ও কেস ফর মুলুকের ডাকে এই মিছিল চলে । এই দিন এই মিছিলে কয়েক হাজার ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা পা মিলিয়েছেন ।

    একাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে মিছিল ও পথসভা আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের ।

    MORE NEWS – উন্নততর পৌরসভা গড়তে এবং দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়তে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন ।

    ডানকুনি,হুগলী :- উন্নততর পৌরসভা গড়তে এবং দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়তে, উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে, ত্রাণ বিতরণে স্বজনপোষণের প্রতিবাদে, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে, উন্নতমানের ড্রেনেজ ব্যাবস্থা ও বাস টার্মিনাল চালু করার দাবি এবং ২৪ ঘন্টা পানীয় জলের সরবরাহ করার দাবী সহ একাধিক দাবিতে আসন্ন ডানকুনি পৌরসভার নির্বাচনে ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত C P I (M) প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ও বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে , আজ সকালে ডানকুনি বন্দেরবিল থেকে কালীপুর মোড় পর্যন্ত মহামিছিলের আয়োজন করেছিলো ।

    ডানকুনি বামফ্রন্ট,আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন CPIM হুগলী জেলার সম্পাদক তথা CPIM রাজ্য কমিটির সদস্য ও হুগলী জেলার বামফ্রন্টের আহ্বায়ক কমরেড দেবব্রত ঘোষ, এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার বামফ্রন্টের প্রার্থীরা । উক্ত মিছিলে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো । CONTINUE READING

    MORE NEWS – এস এস সি নিয়োগে দুর্নীতি ।

    Today Kolkata :- এস এস সি তে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে এবং এস এল এস টি তে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে আজ আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। এস এস সি চেয়ারম্যানকে ডেপুটেশনও দেওয়া হয় । CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments