More
    Homeজাতীয়এবার অলিম্পিকে দুবারের পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জারি লুক-আউট নোটিশ

    এবার অলিম্পিকে দুবারের পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জারি লুক-আউট নোটিশ

    কুস্তির আখড়ায় বচসা থেকে মারামারি । আর তার জেরেই প্রাণ গেছে তরুণ কুস্তিগীর সাগর ধনকডড়ের । ঘটনায় নাম জড়িয়ে যায় অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের। শুরু হয় তদন্ত । আর তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন সুশীল কুমার । এবার অলিম্পিকে দুবারের পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে লুক-আউট-সার্কুলার জারি করল দিল্লি পুলিশ। ২৩ বছরের প্রাক্তন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগ ওঠে সুশীলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে FIR দায়েরও করা হয়। তারপর থেকেই আত্মগোপন করে আছেন সুশীল কুমার। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি পুলিশ । অলিম্পিকে দুই বারের পদকজয়ী ভারতীয় কুস্তিগীরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

    ঘটনাটি ঘটেছিল গত ৪ মে উত্তর দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে। অনুশীলন চলার সময় ভারতের তরুণ কুস্তিগীর কুমার, অজয়, প্রিন্স, সোনু, সাগর এবং অমিতের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় সাগর ধনকড় নামের ২৩ বছরের কুস্তিগীরের মৃত্যু হয়েছিল। ঘটনায় আহত সোনু মহল ও অমিত কুমারের চিকিত্‍সা চলছে। ওই ছত্রশাল স্টেডিয়ামের কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন সুশীল কুমার। এই বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, যে হত্যকাণ্ডে সুশীল কুমারের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, হত্যাকাণ্ডের পরই তিনি হরিদ্বারে একটি আশ্রমে আশ্রয় নেন । এরপর দিল্লিতে ফিরে এলেও আবার হরিদ্বারে আশ্রয় নেন । এই মুহূর্তে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments