More
    Homeপশ্চিমবঙ্গএবার থেকে রাজ্য সরকারের পরিবহন নিগমের দূরপাল্লার বাসে যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন পরিকল্পনা,...

    এবার থেকে রাজ্য সরকারের পরিবহন নিগমের দূরপাল্লার বাসে যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন পরিকল্পনা, মিলবে খাবার-জলও

    পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের তরফে দূরপাল্লার বাস পরিষেবায় অভিনব উদ্যোগ। এবার থেকে রাজ্য সরকারের পরিবহন নিগমের দূরপাল্লার বাসে থাকছে বেশকিছু পরিষেবা। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এই চিন্তাভাবনা নিয়ে এসেছে রাজ্য পরিবহন নিগম।

    দূরপাল্লার এসি ভলভো বাসগুলিতে এবার থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে দেওয়া হবে ৫০০ লিটারের পানীয় জলের বোতল। অতিরিক্ত নিতে গেলে দাম ধার্য করা হবে। থাকছে ছোট খবরের কাগজ পড়ার ঘর, যেখানে তিনটি ভাষার কাগজ থাকবে যাত্রীদের জন্য। থাকছে ছোট একটি ফুড কর্নার, যেখানে বিস্কুট ও মুখরোচক খাবার ও স্ন্যানকস থাকবে যা মূল্যের বিনিময়ে কিনতে পারবেন যাত্রীরা। আগামীকাল অর্থাত্‍ ৫ অগস্ট থেকেই এই যাত্রী পরিষেবা চালু হবে নির্দিষ্ট একটি রুটে। আপাতত ধর্মতলা থেকে সিউড়ি বোলপুর হয়ে যাওয়া দূরপাল্লার এসি বাসের মধেই চালু হচ্ছে এই পরিষেবা। জানা গিয়েছে পরীক্ষামূলকভাবে আপাতত এই পরিষবা চলবে এই একটি রুটে। এতে সরকারের লাভ হলে আরও অন্যান্য রুটে একই পরিষেবা দেওয়া হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments